• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খুব তাড়াতাড়িই ফিরছে ‘সিধাই মোমেন্ট’! সোশ্যাল মিডিয়ায় জল্পনা উস্কে পোস্ট সৌমিতৃষার

Published on:

Mithai actress Soumitrisha's post gives another hint audience get exited

টিভি খুললেই এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) ছড়াছড়ি। স্টার জলসা হোক কিংবা জি বাংলা সব চ্যানেলের ক্ষেত্রেই ছবিটা মোটামুটি এক। তাই এত সিরিয়ালের ভীড়ে দর্শকদের এখন কোনটা ছেড়ে কোনটা দেখি অবস্থা। কিন্তু যতই নতুন সিরিয়াল আসুক না কেন দর্শকদের কাছে জি বাংলার ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের বিকল্প আজ অবধি কোনো সিরিয়াল নেই।

প্রায় দু বছর হতে চলল এই সিরিয়ালের বয়স কিন্তু তারপরেও আজ পর্যন্ত এই সিরিয়ালের জনপ্রিয়তার ধারে কাছে নেই কেউ। তাই মিঠাইয়ের জনপ্রিয়তাকে টেক্কা দেওয়া এককথায় অসম্ভব। শুরু থেকে মোট ৫৪ বার বেঙ্গল টপারের শিরোপা উঠেছে মিঠাই রানীর মুকুটে। যা নিঃসন্দেহে বাংলা সিরিয়ালের ইতিহাসে একটা রেকর্ড হয়ে থেকে যাবে আজীবন। তাই টিআরপিতে স্কোর যাই হোক না কেন আজও মিঠাই নিয়ে পাগলামির শেষ নেই দর্শকদের।

Mithai Serian New Promo made Record gets millions of views in few hours

তাই টেলিভিশনের পর্দায় যতই নতুন সিরিয়াল আসুক না কেন মিঠাই ভক্তরা কিন্তু আজও মিঠাই ছাড়া কোন কিছুই দেখেন না। আর এই মুহূর্তে সব ধারাবাহিকের মতো মিঠাইতেও চলছে টানটান উত্তেজনার পর্ব।  ধারাবাহিকে মিঠাইয়ের মৃত্যুর পর থেকেই বেশ মন খারাপ ছিল তার অনুরাগীদের। সেই থেকে টিভির পর্দায় আরো একবার ‘সিধাই মোমেন্ট’ দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছেন দর্শকরা

Wait is over finally mithai is comeback new promo on air

এই মুহূর্তে এই সিরিয়ালের দর্শকদের মনের মধ্যে থাকা সবচেয়ে বড় প্রশ্ন হলো মিঠিই আসল মিঠাই কিনা? সেদিন গোডাউনে আগুন লেগে সত্যিই মিঠাইরানির মৃত্যু হয়েছিল কিনা? এমনই হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই সিরিয়ালের দর্শকদের মনের মধ্যে। তবে জানা যাচ্ছে এবার খুব শিগগিরই এই সমস্ত রহস্য উন্মোচন হতে চলেছে সিরিয়ালে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই জল্পনাকেই উস্কে দিয়েছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা করা একটি পোস্ট।এদিন মিঠাই সাজে মিঠির একটি ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন ‘আগার কিসি চিজ কো দিল সে চাহো তো! বাকি কা তো পাতা হে না’? প্রিয় অভিনেত্রীর এই পোস্ট দেখে অনুরাগীদের মনে বিশ্বাস আরো দৃঢ় হয়েছে সময়মতো খুব শিগগিরই ধারাবাহিকের ফিরে আসবে মিঠাই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥