• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের কোলে ছোট্ট গোপাল! সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল মিঠাইরানির জুনিয়র উচ্ছেবাবুর ভিডিও

Published on:

Mithai actress Soumitrisha with her little gpal video goes viral

টিআরপি তালিকায় স্কোর যাই হোক না কেন দর্শকমহলে আজও কমেনি ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তা। নয় নয় করে প্রায় দু বছর হতে চলল বাঙালির ড্রয়িং রুম থেকে এই সিরিয়াল সোজা জায়গা করে নিয়েছে দর্শকদের মনের মণিকোঠায়। তাই একেবারে শুরুর দিন থেকেই মোদক পরিবারের প্রত্যেক সদস্যদের সাথেই দর্শকদের তৈরি হয়েছে এক আত্মীয়তার সম্পর্ক।

আসলে এই সিরিয়ালের মধ্যে দিয়েই বাংলার মানুষ ফের একবার খুঁজে পেয়েছেন একান্নবর্তী বাঙালি পরিবারের ঐতিহ্যের স্বাদ। তাই দেখতে দেখতে কবে যেন মনোহরার এই মোদক পরিবারের সদস্যদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে উঠেছেন দর্শকরা। সিরিয়ালপ্রেমী দর্শকরাও ভীষণ ভালোবাসেনএই পরিবারের প্রত্যেক সদস্যদের।।একটা সময় ছিল যখন সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়ে ৫৬ বার বেঙ্গল টপারের  শিরোপা জিতেছিল মিঠাই।

মিঠাই,Mithai,ছোট্ট গোপাল,Little Gopal,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,Viral Video,ভাইরাল ভিডিও

তবে টি যার পি-তে স্কোর যাই হোক না কেন মোদক পরিবারের সদস্যরা এখন বাড়িতে নতুন সদস্য আসার আনন্দে মশগুল। ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন মনোহরার মিষ্টি বৌমা মিঠাইরানির মা হওয়ার পর্ব। দর্শকদের বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে। অবশেষে মিঠাইরানির কল আলো করে এসেছে মোদক পরিবারের নতুন বংশধর জুনিয়র উচ্ছেবাবু।


ইতিমধ্যেই মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে মিঠাইরানির ছোট্ট মিষ্টি গোপালের বেশ কিছু ছবি। মিঠাইরানির আর উচ্ছেবাবুর এই মিষ্টি গোপাল এরই মধ্যে মন জয় করে নিয়েছে দর্শকদের। সকলেই মোদক  বাড়ির এই নতুন সদস্যের প্রশংসার পঞ্চমুখ। এরই মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় নিজের ছোট্ট মিষ্টি গোপালের (Little Gopal) সাথে একটি রীল ভিডিও শেয়ার করে নিয়েছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।

মিঠাই,Mithai,ছোট্ট গোপাল,Little Gopal,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,Viral Video,ভাইরাল ভিডিও
সেই ভিডিওতে দেখা যাচ্ছে মিঠাইরানির পরনে রয়েছে সবুজ রঙের শাড়ি আর তার ছোট্ট গোপালের পরনে রয়েছে লাল সাদা মিশেলে সুন্দর পাঞ্জাবি। ভিডিওটিতে ধরা পড়েছে মা ছেলের নানান মিষ্টি মুহূর্ত। যা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পর্দার মিঠাই আর তার পুচকি ছেলের এই ভিডিও দেখে বেজায় খুশি নেটিজেনরাও। কমেন্ট সেকশনে ভালোবাসার মুড়িয়ে দিয়েছেন সকলেই। কেউ লিখেছেন ‘দুই রসগোল্লা একসাথে’, তো কেউ জানিয়েছেন এই দৃশ্য দেখে অবশেষে তাদের বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥