টিআরপি তালিকায় স্কোর যাই হোক না কেন দর্শকমহলে আজও কমেনি ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তা। নয় নয় করে প্রায় দু বছর হতে চলল বাঙালির ড্রয়িং রুম থেকে এই সিরিয়াল সোজা জায়গা করে নিয়েছে দর্শকদের মনের মণিকোঠায়। তাই একেবারে শুরুর দিন থেকেই মোদক পরিবারের প্রত্যেক সদস্যদের সাথেই দর্শকদের তৈরি হয়েছে এক আত্মীয়তার সম্পর্ক।
আসলে এই সিরিয়ালের মধ্যে দিয়েই বাংলার মানুষ ফের একবার খুঁজে পেয়েছেন একান্নবর্তী বাঙালি পরিবারের ঐতিহ্যের স্বাদ। তাই দেখতে দেখতে কবে যেন মনোহরার এই মোদক পরিবারের সদস্যদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে উঠেছেন দর্শকরা। সিরিয়ালপ্রেমী দর্শকরাও ভীষণ ভালোবাসেনএই পরিবারের প্রত্যেক সদস্যদের।।একটা সময় ছিল যখন সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়ে ৫৬ বার বেঙ্গল টপারের শিরোপা জিতেছিল মিঠাই।
View this post on Instagram
ইতিমধ্যেই মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে মিঠাইরানির ছোট্ট মিষ্টি গোপালের বেশ কিছু ছবি। মিঠাইরানির আর উচ্ছেবাবুর এই মিষ্টি গোপাল এরই মধ্যে মন জয় করে নিয়েছে দর্শকদের। সকলেই মোদক বাড়ির এই নতুন সদস্যের প্রশংসার পঞ্চমুখ। এরই মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় নিজের ছোট্ট মিষ্টি গোপালের (Little Gopal) সাথে একটি রীল ভিডিও শেয়ার করে নিয়েছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।