সিরিয়াল পাগল যে কোনো দর্শকদের কাছেই অত্যন্ত পরিচিত নাম হল ‘মিঠাই’। আজকাল তাই দর্শকদের পছন্দের তালিকায় থাকা সিরিয়াল গুলির মধ্যে সবার প্রথমেই থাকে ‘মিঠাই’ এর নাম। উল্লেখ্য চলতি বছরের শুরুতে এই সিরিয়াল শুরু হলেও,দেখতে দেখতে অল্প কয়েকদিনের মধ্যেই সিরিয়ালের চরিত্ররা হয়ে উঠেছেন দর্শকদের ঘরের মানুষ,পরিবারের একজন।
তাই পছন্দের চরিত্রদের সিরিয়ালে একদিন দেখতে না পেলেই মন খারাপ হয়ে যায় দর্শকদের। যা থেকে স্পষ্ট এই সিরিয়ালের চরিত্রদের জনপ্রিয়তা। বিশেষ করে সিরিয়ালের নায়িকা মিঠাই। বাংলার অসংখ্য তরুণদের তো বটেই অনান্য সকল দর্শকরাও চোখে হারান মিঠাইকে। সিরিয়ালের এই দুষ্টু মিষ্টি নায়িকা মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।
অভিনয়ের সুবাদেই সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী। ভক্তদের উদ্দেশ্যে তিনি কোনো ছবি বা ভিডিও আপলোড করলেই তা ভাইরাল হয়ে যায় তীরের বেগে। সৌমিতৃষা নিজেও ভীষণভাবে অ্যাক্টিভ থাকেন সোশ্যাল মিডিয়ায়। শুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই নিত্যনতুন ভিডিও পোস্ট করে থাকেন অভিনেত্রী। পাশাপাশি ভক্তদের সাথে ভাগ করে নেন নিজের জীবনের নানান সুখ দুঃখের কাহিনী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পায়ে ব্যান্ডেজ পরে এমনই একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।জানা যায় সম্প্রতি পুজোর শ্যুটিং চলাকালীন গোড়ালিতে চোট পেয়েছেন নায়িকা। আর ওই অবস্থাতেই লাগাতার শুটিং করেছেন সৌমিতৃষা।পরে এক্স রে রিপোর্টে জানা যায়, লিগামেন্টে চাপ পড়ে পায়ের পাতা ফুলে যাওয়ায় সেই থেকে ব্যথা হচ্ছে নায়িকার পায়ে।এই খবর পেয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন মিঠাই ভক্তরা।
View this post on Instagram
এরপরেই আজ ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তিনি ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন এখন আগের থেকে অনেকটা ভালো আছেন তিনি। সিঁড়ি দিয়ে উঠতে গেলে এবং বসার সময় একটু কষ্ট হলেও এখন দিব্যি হাঁটাচলা করতে পারছেন তিনি। পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে পাশে থাকার জন্য এবং সমানে ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য সকল দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন সৌমিতৃষা।