• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উচ্ছেবাবু অতীত! ‘মিঠাই’ শেষ হতেই দেবের নায়িকা হয়ে টলিউডে পা রাখছেন সৌমিতৃষা

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,টলিউড,Tollywood,দেব অধিকারী,Dev Adhikari,বাংলা সিনেমা,Bengali Cinema,ডেবিউ সিনেমা,Debut Film

ঠিক যখন ‘মিঠাই’ (Mithai) শেষের খবরে মুষড়ে পড়েছিলেন বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকরা, ঠিক তখনই এল মন ভালো করে দেওয়ার এক বিরাট সুখবর। ছোট পর্দার মিঠাই এবার আসছেন বড় পর্দায়। প্রথম সিনেমাতেই মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) জুটি বাঁধতে চলেছেন টলিউড (Tollywood) সুপারস্টার দেব অধিকারী (Dev Adhikari) সাথে।

যা যে কোন অভিনেত্রীর কাছে স্বপ্নের মত। প্রসঙ্গত গতকালই অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে থেকে নতুন শুরুর বার্তা দিয়েছিলেন। এরপর মঙ্গলবার সকালেই মিলল সেই বহু প্রতীক্ষিত সুখবর। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সৌমিতৃষার এক সাক্ষাৎকারে জানা গিয়েছে ‘টনিক’ এবং ‘প্রজাপতি’ সিনেমার পরিচালক অভিজিৎ সেনের আসন্ন পারিবারিক সিনেমা ‘প্রধান’-এর নায়িকা হতে চলেছেন তিনি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,টলিউড,Tollywood,দেব অধিকারী,Dev Adhikari,বাংলা সিনেমা,Bengali Cinema,ডেবিউ সিনেমা,Debut Film

প্রথমবার দেবের মতো সুপারস্টারের  নায়িকা হওয়ার খবর পাওয়ার পর কি প্রতিক্রিয়া ছিল অভিনেত্রীর? এ প্রসঙ্গে উচ্ছাসিত সৌমিতৃষা বলেছেন ‘ভীষণ খুশি হয়েছিলাম। স্কুলে পড়ার সময় থেকেই দেবদার ছবি দেখতাম। সেই ছবির নায়িকাদের মতন আমিও সুন্দর লোকেশনে নাচ গান করতে চাইতাম’। তবে আনন্দের পাশাপাশি কিছুটা ভয়ও রয়েছে পর্দার মিথাইরানির।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,টলিউড,Tollywood,দেব অধিকারী,Dev Adhikari,বাংলা সিনেমা,Bengali Cinema,ডেবিউ সিনেমা,Debut Film

প্রসঙ্গত দ্বিগত আড়াই বছর ধরে মিঠাই থেকে তিনি যে পরিমান জনপ্রিয়তা পেয়েছেন তারপর দায়িত্ব বেড়ে যাওয়ায় তিনি চান মিঠাইয়ের চরিত্রকেও ছাপিয়ে যেতে। প্রসঙ্গত সকলেই জানেন টিভির পর্দায় মিঠাই শেষ হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এমন সময় ‘টনিক’ এবং ‘প্রজাপতি’র মতো হিট সিনেমার প্রযোজক অতনু রায় চৌধুরীর কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পেয়ে আর দুবার ভাবেননি অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,টলিউড,Tollywood,দেব অধিকারী,Dev Adhikari,বাংলা সিনেমা,Bengali Cinema,ডেবিউ সিনেমা,Debut Film

সৌমিতৃষা জানিয়েছেন তাঁর কাছে খোদ প্রযোজক অতনুর রায় চৌধুরী ফোন করে জানতে চেয়েছিলেন সিনেমায় অভিনয় করা নিয়ে তিনি কি ভাবছেন? অভিনেত্রীর কথায় ‘আমি তো অনেকদিন ধরেই বড় পর্দায় অভিনয় করতে চাইছি, তাই ওঁর মতন আমি প্রযোজক প্রস্তাব দেওয়ায় দু’বার ভাবিনি। আর অভিজিৎ দাও আমার খুব পছন্দের পরিচালক।’ প্রসঙ্গত এর আগে দেবেরর সিনেমায় তাঁর বিপরীতে নায়িকা হয়েছিলেন ছোট পর্দার যমুনা ঢাকি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।

তবে এবার দেবের বিপরীতে সৌমিতৃষার অভিনয় করার প্রসঙ্গে এদিন খোদ প্রযোজক বলেছেন তিন বছর আগে নাকি তাঁর সাথে কাজের জন্য যোগাযোগ করেছিলেন সৌমিতৃষা। কিন্তু সেইসময় তিনি একদম বাচ্চা মেয়ে ছিলেন। তাই প্রয়োজক তাঁকে  বলেছিলেন পরে যোগাযোগ করবেন। তবে এদিন অতনু জানিয়েছেন ‘মিঠাই-এ ও কতটা ভালো অভিনয় করেছে সেটা সকলেই জানেন। অভিনেত্রী হিসাবে এখন ও অনেক পরিণত’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,টলিউড,Tollywood,দেব অধিকারী,Dev Adhikari,বাংলা সিনেমা,Bengali Cinema,ডেবিউ সিনেমা,Debut Film

আর পরিচালক অভিজিৎ চৌধুরীও দেবের বিপরীতে সৌমিতৃষাকে নায়িকা হিসেবে পেয়ে দারুন খুশি। তাঁর কথায় সৌমিতৃষা  জনপ্রিয়, ভালো অভিনেত্রী। ওকে দেবের বিপরীতে কাজ করা নিয়ে আমাদের কোনো দ্বিধা ছিল না।’ প্রসঙ্গত এই সিনেমাটি ছাড়াও নাকি সৌমিতৃষা র কাছে আরো একাধিক সিনেমার অভিনয় করার প্রস্তাব এসেছিল। কিন্তু তিনি প্রজাপতি এবং টনিক সিনেমার পরিচালক প্রযোজকদের সাথে কাজ করার জন্য সকল প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥