খাঁটি বাঙালি মানেই ভোজনরসিক আর মিষ্টি প্রেমী। এই দুই বিষয়কে কেন্দ্র করেই হাসি খুশি যৌথ পরিবারের গল্প নিয়ে গতবছরেই শুরু হয় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। সিরিয়ালের দুষ্টু মিষ্টি নায়িকা মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। আর তাঁর বীপরীতেই সিডের চরিত্রে রয়েছেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)।
টিভির পর্দায় এই জুটির রোম্যান্স দেখলে চোখ জুড়িয়ে যায় দর্শকদের। এখন আর আগের মতো রাগী নেই দাদুর নাতি। মিঠারানির পাল্লায় পড়ে আগের থেকে অনেক পরিবর্তন এসেছে তার মধ্যে একথা ইতিমধ্যেই বুঝতে পেরেছে উচ্ছেবাবু নিজেও। তাই এবার খুব তাড়াতাড়িই দর্শকদের সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নিজের মুখেই এবার মিঠারানিকে নিজের মনের কথা জানাবে সিড।
ইতিমধ্যেই দেখা গিয়েছে দাদু ঠাম্মির সাথে হানিমুনে গিয়েছে গিয়েছে সিড মিঠাই। এবার খুব শিগগিরই পাহাড়ের মনোরম পরিবেশে মিঠারানিকে ‘আই লাভ ইউ’ বলবে সিড। সোশ্যাল মিডিয়ার দৌলতে ছড়িয়ে পড়েছে তারই কয়েক ঝলক। তারপর থেকেই সিড মিঠাইয়ের রোম্যান্স দেখার তর সইছে না দর্শকদের।হানিমুনে গিয়ে ইতিমধ্যেই উচ্ছেবাবুর সাথে ‘ডিরিম’ দেখা শুরু করে দিয়েছে মিঠাইরানি।
View this post on Instagram
শাড়ি পরে বাথটবে বসে বৌয়ের সেই পাগলামি দেখে রীতিমতো মাথায় হাত দাদুর নাতির। ইতিমধ্যেই টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছে এই পর্ব। তবে এবার মিঠাই অভিনেত্রী সৌমিতৃষার মর্ডান লুক দেখে ঘুম উড়তে বাধ্য উচ্ছেবাবুর। এমনিতে সোশ্যাল মিডিয়াতে নিয়মিত অ্যাক্টিভ থাকেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা। নেটপাড়ায় লক্ষাধিক ফ্যান ফলোয়িং তার। তাই তাদের জন্য প্রতিনিয়ত একাধিক ছবি থেকে ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।
শাড়ি ছেড়ে এবার সাদা প্যান্ট, টপ আর হলুদ সোয়েটারে ধরা দিলেন অভিনেত্রী। আর তার সঙ্গ দিয়ে সিরিয়ালের ঠাম্মি চরিত্রের অভিনেত্রীও সাজলেন আধুনিক পোশাকে। সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে তাদের এই রিল ভিডিও। সেইসাথে এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সৌমিতৃষার আরও একটি ভিডিও। সেখানে ঘোড়ায় চড়ে বসে আলাদা মেজাজেই ধরা দিলেন অভিনেত্রী।
View this post on Instagram