• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই ইজ দ্য বেস্ট! কখনও শাড়ি কখনও ওয়েস্টার্ন জিন্স টপ বাস্তবে দারুন স্টাইলিশ সৌমিতৃষা

Updated on:

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,Stylish,স্টাইলিশ,Real Look,আসল লুক

‘সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই’, বাংলার সিরিয়াল প্রেমী বাঙালি দর্শকদের মুখে মুখে ঘুরছে এখন এই একটাই নাম। সিরিয়ালের পোকা দর্শকদের কাছে এই সিরিয়ালের চরিত্ররা হয়ে উঠেছেন একেবারে ঘরের মানুষ। এই কারণেই টিভির পর্দায় সকলের প্রিয় মিঠাইরানিকে (Mithai) না দেখা পর্যন্ত গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের।

তাই রোজ ঘড়ির কাঁটায় রাত ৮ টার বাজতেই সবাই ঘরের কাজ সেরে বসে পড়েন মিঠাই দেখতে। প্রসঙ্গত সিরিয়ালের আকাশছোঁয়া সাফল্যের কারণেই এই সিরিয়ালের বিভিন্ন চরিত্ররাও দর্শকমহলে বিপুল জনপ্রিয়। বিশেষ করে সিরিয়ালের নায়িকা মিঠাই। বাংলার অসংখ্য তরুণ আজকাল মিঠাই বলতে অজ্ঞান।

Mithai actress soumitrisha kundu
সিরিয়ালের এই দুষ্টু মিষ্টি নায়িকা মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি বরাবরই সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ অভিনেত্রী। ইতিমধ্যেই নেটপাড়ায় সৌমিতৃষার ফ্যান ফলোয়িং রয়েছে চোখে পড়ার মতো। ইদানীং অভিনেত্রীর ফলোয়ার্স সংখ্যাও রয়েছে চোখে পড়ার মতো। ইনস্টাগ্রামে তাকে প্রায় ৬৭০ হাজার ব্যক্তি ফলো করেন।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,Stylish,স্টাইলিশ,Real Look,আসল লুক
সিরিয়ালে সৌমিতৃষা অর্থাৎ পর্দার মিঠাই এক্কেবারে ঘরোয়া। ঘরের সমস্ত কাজ থেকে শুরু করে মিষ্টির ব্যাবসার পুরো দায়িত্ব তাঁর কাঁধে। সব মিলিয়ে মিঠাই আমাদের একাই একশো। কি রান্না বান্না কি নাচ গান কি পারে না মিঠাই রানি! হয়তো নায়িকা বলেই সব পারে। তবে এসবকে দূরে সরিয়েও যখন যেমন প্রয়োজন তখন তেমনই কায়দা করে সাজগোজ করতে দারুন পটু সে।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,Stylish,স্টাইলিশ,Real Look,আসল লুক
সিরিয়ালে বেশীরভাগ সময়ে শাড়ি, গয়না, শাঁখা পলা আর লম্বা চুলের বিনুনি করলেও বাস্তবে কিন্তু দারুন স্টাইলিশ সৌমিতৃষা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা মিলবে অভিনেত্রীর বিভিন্ন স্টাইলের পোশাক পরা ছবি। এই ইচ্ছা হল তো সাবেকি বাঙালিয়ানায় মুড়ে ফেলছেন নিজেকে। আবার কখনও ফিনফিনে সিল্কের শাড়ি, শর্ট ড্রেস কিংবা ওয়েস্টার্ন জিন্স টপ। সবেতেই একেবারে পারফেক্ট পর্দার মিঠাইরানি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥