• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাত পোহালেই ‘মিঠাইরানি’র জন্মদিন! আগেই সৌমিতৃষার প্রি বার্থডে সেলিব্রেশন ভক্তদের, রইল ছবি

Published on:

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,Pre-Birthday,প্রি-বার্থডে,Social Media,সোশ্যাল মিডিয়া,Fans,ভক্তরা

সিরিয়ালের পোকা দর্শকদের কাছে আজকের দিনে অত্যন্ত পরিচিত নাম হল ‘মিঠাই’ (Mithai)। বাংলা সিরিয়ালের এই মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এখন বং ক্রাশ। সিরিয়ালে দুর্দান্ত অভিনয়ের মধ্যে দিয়েই দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন মোদক পরিবারের এই অলরাউন্ডার বৌমা। সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুন অ্যাক্টিভ থাকেন এই মিষ্টি নায়িকা।

এখন মিঠাই ম্যাজিকে কাবু গোটা বাংলা। তাই প্রিয় নায়িকার সোয়্যাগ দেখে মাঝে মধ্যেই হুঁশ উড়ে যায় নেটিজেনদের। সোশ্যাল মিডিয়াতেও দিনে দিনে বাড়ছে অভিনেত্রীর আকাশছোঁয়া জনপ্রিয়তা। সেই সুবাদেই ভার্চুয়াল দুনিয়ায় রয়েছে অভিনেত্রীর নজরকাড়া ফ্যান ফলোয়িং। তবে শুধু ভক্তরাই নন সৌমিতৃষা নিজেও তার অনুরাগীদের উদ্দেশ্যে উজাড় করে দেন ভালোবাসা।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,Pre-Birthday,প্রি-বার্থডে,Social Media,সোশ্যাল মিডিয়া,Fans,ভক্তরা

 

আর আজ রাত পোহালেই আগামীকাল অর্থাৎ ২৪ ফ্রেব্রুয়ারি জন্মদিন পর্দার মিষ্টি বৌমা মিঠাইরানির। তবে সিরিয়ালে নয় বাস্তবে। তাই আগামীকালই ২১ এর গন্ডি পেরিয়ে ২২ বছরে পা রাখতে চলেছেন নায়িকা। এখন মিঠাই সিরিয়ালের দৌলতে বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে উঠেছেন সৌমিতৃষা।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,Pre-Birthday,প্রি-বার্থডে,Social Media,সোশ্যাল মিডিয়া,Fans,ভক্তরা
কিন্তু তার জার্নিটা এতটাও মসৃণ ছিল না। একবার এক সাক্ষাৎকারে মিঠাই অভিনেত্রী জানিয়েছিলেন তাকে কখনও অডিশন দিতে হয়নি । একটি ব্র্যান্ডের হয়ে মডেলিং দিয়ে পথচলা শুরু হয়েছিল সৌমিতৃষার। প্রায় পাঁচ বছর ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। মিঠাই সিরিয়ালের হাত ধরেই এখন সোশ্যাল মিডিয়াতেও দারুন ফ্যান ফলোয়িং রয়েছে সৌমিতৃষার।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,Pre-Birthday,প্রি-বার্থডে,Social Media,সোশ্যাল মিডিয়া,Fans,ভক্তরা
তবে শুধু সোশ্যাল মিডিয়াতেই নয় বাস্তবেও মিঠাই বলতে অজ্ঞান সকলে। সুযোগ পেলেই অভিনেত্রীর জন্য উজাড় করে দেন ভালোবাসা। আজ তেমনই সৌমিতৃষার জন্মদিনের আগেই তার প্রি বার্থডে (Pre Birthday) সেলিব্রেশনে মেতেছিলেন তার ভক্তরা। এদিন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বার্থডে সেলিব্রেশনের সেই ছবি আপলোড করেছিলেন সৌমিতৃষা। ছবিতে দেখা যাচ্ছে সাদা হলুদের মিশেলে শাড়ি পড়েছিলেন নায়িকা, আর রয়েছে তার জন্মদিনের কেক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥