বর্তমানে ‘মিঠাই’ (Mithai) ম্যাজিকে কাবু গোটা বাংলা। আর এখন তো রাজ্যের গন্ডি ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে মিঠাইয়ের মিষ্টতা। টিভির পর্দায় সিরিয়ালের দুষ্টু,মিষ্টি নায়িকা মিঠাইয়ের ভূমিকায় সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) আর গোমড়ামুখো সিডের ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায় (Adrit Roy)। তাঁদের সম্পর্কের রসায়ন দেখতে বসলে টিভির পর্দায় থেকে চোখ সরে না দর্শকদের।
দর্শকদের ভালোবাসায় দিনে দিনে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাচ্ছে মিঠাই। সিরিয়ালে দেখা যাচ্ছে আশ্রম থেকে বিয়ে সেরে বাড়ি এসে বিয়ের সমস্ত নিয়ম কানুন মানছে দাদুর রাগী নাতি। আর তার জন্যই ভাত কাপড়ের অনুষ্ঠানে সকলের সামনেই জোরে জোরে বলে সে আগামী সাত জন্মের জন্য মিঠাইয়ের সমস্ত দায়িত্ব গ্রহণ করছে। কিন্তু মিঠাইয়ের মাথায় তো সারাক্ষণ দুষ্টু বুদ্ধি থাকে তো দেখা যাচ্ছে আগামী পর্বে দেখা যাবে উচ্ছেবাবুকে প্রণাম করার আছিলায় তার পায়ে চিমটি কাটছে মিঠাই।
এ তো গেল সিরিয়ালের গল্প। বাস্তবজীবনে মিঠাই ওরফে সৌমিতৃষা সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাকটিভ। সুযোগ পেলেই জীবনের নানান টুকরো মুহুর্তের ঝলক নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নেন অভিনেত্রী। এভাবেই নিজের রোজকার জীবনের নানান টুকরো ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের ফ্যানদের সাথে কানেক্টেড থাকতে ভালোবাসেন মিঠাইরানি।
ইতিমধ্যেই সিরিয়ালে উচ্ছেবাবুর সাথে বিয়ে হয়েছে তুফান মেলের। আর তাদের বিয়ের পর থেকেই মিঠাইয়ের বৌভাত দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফের একবার নববধূর সাজে ধরা দিল সকলের প্রিয় মিঠাই। তার পরনে রয়েছে লাল পাড়- অফ হোয়াইট বেনারসী শাড়ি, গা ভর্তি গয়না, সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে লাল টিপ। কিন্তু না মিঠাইয়ের এই সাজ তার উচ্ছেবাবুর জন্য নয়।
View this post on Instagram
মিঠাই অর্থাৎ সৌমিতৃষা সেজেছেন মেক আপ আর্টিস্ট প্রিয়াঙ্কা (Priyanka)-র জন্য। তার সাথেই একটি ব্রাইডাল ফটোশুটের কাজ করেছেন সৌমিতৃষা।আর সেই ফটোশুটেরই একটি ইন্সটাগ্রাম রিল বানিয়েছেন সৌমিতৃষা। ব্যাকগ্রাউন্ডে বাজছে বাংলা গান ‘চোখে আমার ঝরে কথা’। সেই ভিডিও পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওর ক্যাপশনেও অভিনেত্রী লিখেছেন, ‘চোখে আমার ঝরে কথা’।