• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনে বৃন্দাবনে কৃষ্ণসখী, মিষ্টি সাজে দর্শকদের মন কাড়লো ‘মিঠাই’ সৌমিতৃষা

আজ অর্থাৎ ২৪ শে ফেব্রুয়ারি বাংলা টেলিভিশনের ‘মিঠাই রানী’ (Mithai Rani) অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) জন্মদিন (Birthday)। এবারের জন্মদিনটা অভিনেত্রীর কাছে একটু বেশি স্পেশাল। রোজকার অভিনয়ের ব্যস্ত শিডিউল থেকে ছুটি নিয়ে তিন দিনের ঝটিকা সফরে গিয়েছেন অভিনেত্রী।

এবছর অভিনেত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন জন্মদিনে এবার ঘুরতে যাবেন তিনি। তাই জন্মদিনের  আগে গোটা মাসটাই স্টুডিওপাড়ায় অনুরাগীদের সাথে দেখা করেছিলেন তিনি। আর এবার নিজের জন্মদিনে অভিনেত্রী ছুটে গেলেন তাঁর কাছে তিনি নিজে যাঁর সবচেয়ে বড় ভক্ত।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই রানী,Mithai Rani,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,জন্মদিন,Birthday

অবশেষে এদিন জানা গেল সৌমিতৃষার লং ডিসট্যান্স রিলেশন যার সাথে তিনি আর কেউ নন ভগবান শ্রীকৃষ্ণ। আসলে শুধু সিরিয়ালেই নয় বাস্তবেও গোপালের দারুন ভক্ত সৌমিতৃষা। তাঁকেই তিনি নিজের মনের ডাক্তার বলে মনে করেন। আর এবারের জন্মদিনটা ব্রজভূমি বৃন্দাবনেই কাটাচ্ছেন অভিনেত্রী।

এদিন হলুদ সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না বেঁধে কপালে তিলক দিয়ে হাতে বাঁশি নিয়ে সৌমিতৃষা একেবারে যেন ‘রাধারানী’। অভিনব সাজে সৌমিতৃষাকে দেখে কমেন্ট সেকশনেও এই একই কথা বলেছেন অনুরাগীরা। আপাতত তিনদিন ব্রজভূমিতে কাটিয়ে রবিবারই শ্যুটিংয়ে ফিরবেন সৌমিতৃষা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই রানী,Mithai Rani,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,জন্মদিন,Birthday

এদিন যমুনাবক্ষে শ্রীকৃষ্ণের সাজে সেজে হাসিমুখে সৌমিতৃষা লিখেছিলেন ‘ব্রজের দেশে’। জন্মদিনের হলুদ সালোয়ার কামিজে সেজে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘বৃন্দাবনে কানহা মন টানে,তাই আমি কালযুগের রাধা হলাম’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই রানী,Mithai Rani,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,জন্মদিন,Birthday

কমেন্ট সেকশনে সৌমিতৃষাকে একগুচ্ছ শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ আবার লিখেছেন ‘আহা এ যেন ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ’। আবার কেউ লিখেছেনকি মিষ্টি!!! কি মিষ্টি। এতো আমাদের রাধারাণী, রাধে,রাধে। শুভ জন্মদিনে একরাশ শুভেচ্ছা রইল।