• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সারপ্রাইজ দিতে মাঝরাতে কেক নিয়ে হাজির বন্ধুরা! ভাইরাল মিঠাই অভিনেত্রীর জন্মদিনের ভিডিও

আজকের দিনে বংক্রাশ বলতেই সবাই একবাক্যে নাম নেন মিঠাই রানির (Mithai)। সিরিয়াল প্রেমী দর্শক মানেই আজকাল মিঠাই বলতে অজ্ঞান সকলে। সিরিয়ালে দুষ্টু মিষ্টি নায়িকা মিঠাই রানির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। দুর্দান্ত অভিনয়ের মধ্যে দিয়েই দর্শকদের মনে আগেই পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন মোদক বাড়ির এই অলরাউন্ডার বৌমা।

এখন মিঠাই ম্যাজিকে কাবু গোটা বাংলা। মিঠাই ভক্তরা সকলেই জানেন সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুন অ্যাক্টিভ থাকেন তাদের প্রিয় এই অভিনেত্রী। তাই প্রিয় নায়িকার সোয়্যাগ দেখে মাঝে মধ্যেই হুঁশ উড়ে যায় নেটিজেনদের। সোশ্যাল মিডিয়াতেও রয়েছে অভিনেত্রীর নজরকাড়া ফ্যান ফলোয়িং। তাই ভক্তদের সাথে মাঝে মধ্যেই ব্যাক্তিগত জীবনের নানান টুকরো মুহুর্তের ছবি শেয়ার করে নেন অভিনেত্রী।

   

Mithai,মিঠাই,Soumitrisha Kundu,সৌমিতৃষা কুন্ডু,Birthday Celebration,বার্থডে সেলিব্রেশন,Viral Video,ভাইরাল ভিডিও,Social Media,সোশ্যাল মিডিয়া

উল্লেখ্য আজ অর্থাৎ ২৪ ফ্রেব্রুয়ারি হল মিঠাই অভিনেত্রী সৌমিতৃষার জন্মদিন। প্রিয় অভিনেত্রীর জন্মদিন বলে কথা। তাই সেলিব্রেশন এর কোনো খামতি রাখেননি মিঠাই ভক্তরাও। সৌমিতৃষার জন্মদিনের আগেই তার প্রি বার্থডে (Pre Birthday) সেলিব্রেশনে মেতেছিলেন তার ভক্তরা। এদিন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বার্থডে সেলিব্রেশনের সেই ছবি আপলোড করেছিলেন সৌমিতৃষা।

Mithai,মিঠাই,Soumitrisha Kundu,সৌমিতৃষা কুন্ডু,Birthday Celebration,বার্থডে সেলিব্রেশন,Viral Video,ভাইরাল ভিডিও,Social Media,সোশ্যাল মিডিয়া

তবে শুধু ভক্তরাই নন সৌমিতৃষার জন্মদিন উদযাপনে মেতেছিলেন তার কাছের মানুষরাও। উল্লেখ্য এতদিনে সকলেই জানেন টেলিভিশন জগতের তিন জনপ্রিয় অভিনেতা রিয়াজ লস্কর, শুভ্রজিৎ সাহা এবং সায়ক চক্রবর্তী হলেন সৌমিতৃষার অত্যন্ত কাছের বন্ধু। গতকাল রাত ১২ টার আগেই তারা তিনজন মিলে সৌমিতৃষার বাড়িতে কেক নিয়ে হাজির হয়েছিলেন তাকে সারপ্রাইজ দিতে।

Mithai,মিঠাই,Soumitrisha Kundu,সৌমিতৃষা কুন্ডু,Birthday Celebration,বার্থডে সেলিব্রেশন,Viral Video,ভাইরাল ভিডিও,Social Media,সোশ্যাল মিডিয়া

 

View this post on Instagram

 

A post shared by Riaz laskar (@riaz_laskar)

জানা যায় পুরো ব্যাপারটা সৌমিতৃষার মা আগে থেকেই জানলেও ঘুণাক্ষরেও টের পাননি অভিনেত্রী। তাই রাত দুপুরে বন্ধুদের এমন চিৎকারে শুনে প্রথমে লাফিয়ে উঠেছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষার সেই বার্থডে সেলিব্রেশনের ভিডিও থেকে ছবি ভাইরাল হয়েছে নিমেষে। এছাড়া অভিনেত্রী কে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মিঠাই সিরিয়ালের ট্যাগ বুড়ি,নন্দা, শ্রী, রাতুল, সোম সহ একাধিক কলাকুশলীরা।