• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠি হয়ে উচ্ছেবাবুকে মনে ধরছে না আর, প্রকাশ্যে এই ডাক্তারকে বিয়ের প্রস্তাব ‘মিঠাই’ সৌমিতৃষার!

Updated on:

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,বিয়ে,Marriage,ডাক্তার,Doctor,সোশ্যাল মিডিয়া পোস্ট,Social Media Post

‘মিঠাই’ (Mithai), নামটাই যথেষ্ট! বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে আলাদা করে এই সিরিয়ালের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। গত প্রায় দু’বছর ধরে একনাগারে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে পর্দার মিঠাইরানী  তার গোটা মোদক পরিবার। শুরু থেকেই নায়িকা মিঠাই চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে একেবারে পাকাপাকিভাবেই জায়গা করে নিয়েছেন মিষ্টি নায়িকা সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।

এই সিরিয়ালের হাত ধরেই আকাশছোঁয়া সাফল্যের পাশাপাশি সৌমিতৃষার ঝুলিতে এসেছে অসংখ্য পুরস্কার,সেইসাথে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন অভিনেত্রী। এছাড়া সোশ্যাল মিডিয়া (Social Media)-তেও নিয়মিত বেশ সক্রিয়  থাকেন অভিনেত্রী।  মাঝেমধ্যেই নিজের নানান ছবি কিংবা ভিডিও শেয়ার করতে দেখা যায় তাকে।

Zee Bangla Mithai Serial Soumtrisha Kundu calls for Photo Carnival

সিরিয়ালের বর্তমান প্লট অনুযায়ী এখনও পর্যন্ত দেখা যাচ্ছে মৃত্যু হয়েছে মিঠাই রানীর। তারপর থেকে এই সিরিয়ালে এখন মিঠি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সৌমিতৃষাকে। যদিও মিঠাই মারা যাওয়ার পর থেকেই বেশ কমেছে সিরিয়ালের টিআরপি। তবে জনপ্রিয়তার  দিক দিয়ে আজও  কেউ টেক্কা দিতে পারেনি মিঠাইকে।তাছাড়া অনুরাগীদের কাছে বাংলা সিরিয়ালের ইতিহাসে মিঠাই হল মাইলস্টোন।


যার তুলনা চলে না কারও সাথেই। তবে সিরিয়ালের নায়িকা সৌমিতৃষাকে একেবারে চোখে হারায় দর্শক। প্রিয় অভিনেত্রীর রোজকার জীবনের খুঁটিনাটি সব আপডেট চাই দর্শকদের। কি সিরিয়াল কি বাস্তব জীবন চারদিকে  এমনিতেই বিয়ের মরশুম যদিও এরইমধ্যে বাংলা ক্যালেন্ডারে দেখতে পৌষ মাস এসে গিয়েছে। এরইমধ্যে সবাইকে অবাক করে হঠাৎ মনের সুপ্ত বাসনা প্রকাশ করে বসলেন পর্দার মিঠি।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,বিয়ে,Marriage,ডাক্তার,Doctor,সোশ্যাল মিডিয়া পোস্ট,Social Media Post

এদিন মিঠির সাজেই দোলনায় গা এলিয়ে শুয়ে বসেই এক গুচ্ছ ছবি শেয়ার করেছিলেন নায়িকা। সেই ছবির ক্যাপশনেই নিজে বিয়ে করার ইচ্ছা প্রকাশ নায়িকা এদিন লিখেছিলেন ‘আমার এত শরীর খারাপ হচ্ছে যে মনে হচ্ছে কোনও ডাক্তারকেই (Doctor) বিয়ে (Marriage) করতে হবে।’ আর সৌমিতৃষার ক্যাপশন দেখেই কমেন্ট সেকশনে উপচে পড়েছে অনুরাগীদের মন্তব্য। এই হাড় কাঁপানো ঠান্ডায় প্রিয় অভিনেত্রী গায়ে কোনো গরম পোশাক না চাপানোয় কেউ মিষ্টি করে বকে দিয়েছেন আবার কেউ পরামর্শ দিয়েছে মাধুরী দীক্ষিত হওয়ার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥