• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইরানির অতীত, শাড়ি ছেড়ে বোল্ড লুকে সৌমিতৃষা! কায়দা দেখে হুঁশ উড়ল ভক্তদের

Published on:

Mithai actress Soumitrisha Kundu viral on social media with new bold look

টিভির পর্দায় ইতিমধ্যেই সম্প্রচার শেষ হয়েছে ঠিকই কিন্তু ‘মিঠাই’ (Mithai) নিয়ে দর্শকদের পাগলামি কমেনি এক ফোঁটাও। ধারাবাহিকের নায়িকার মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) তো দর্শকদের একেবারে নয়নের মণি। মিঠাই শেষ হওয়ার আগেই ভক্তদের এক বিরাট সুখবর দিয়েছিলেন তিনি। ছোট পর্দায় রাজত্ব করার পর খুব শিগগিরই বড়পর্দাতেও আসতে  চলেছেন তিনি।

টলিউড সুপারস্টার দেবের আসন্ন সিনেমা ‘প্রধান’-এ নায়িকা হচ্ছেন ছোটপর্দার মিঠাইরানি। আগস্ট থেকেই শুরু হয়ে যাবে এই সিনেমার শুটিং। প্রসঙ্গত এই সিনেমার হাত ধরেই বড়পর্দায় প্রথমবার ডেবিউ করতে চলেছেন সৌমিতৃষা। তাও আবার দেবের নায়িকা হয়ে। তাই স্বাভাবিকভাবেই দারুন উচ্ছাসিত খোদ অভিনেত্রী নিজেও।

Mithai, Mithai laste episode, Mithai last episode dateআগামীদিনে দর্শকরাও মিঠাইরানির খোলস ছেড়ে তাঁকে নতুনরূপে দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন। মিঠাই শেষ হয়ে যাওয়ার পর এখন আপাতত বেশ কিছুদিন ব্যস্ততা থেকে মুক্তি পেয়েছেন পর্দার মিঠাইরানী। এমনিতে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা বরাবরই সোশ্যাল মিডিয়া দারুন সক্রিয়  থাকেন। সেখানেই নিজের জীবনের নানান টুকরো ছবি কিংবা ভিডিও শেয়ার করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

এবার তেমনই মিঠাইয়ের খোলস ছেড়ে একেবারে বোল্ড অবতারে হাজির হয়েছিলেন মনোহরার মোদক  পরিবারের এই মিষ্টি বৌমা। যা দেখে একেবারেই হুঁশ উড়ে গিয়েছে উড়ে গিয়েছে অনুরাগীদের। শাড়ি গয়না ছেড়ে লাল রঙের ওয়েস্টার্ন পোশাকে ধরা সবাইকে একেবারে চমকে দিয়েছিলেন অভিনেত্রী।

Mithai actress Soumitrisha Kundu's bold look goes viral

বহুদিন পর প্রিয় মিঠাইরানির এই ফটো শ্যুটের লুক দেখে কমেন্ট সেকশনে ভালোবাসায় মুড়িয়ে দিয়েছেন অনুরাগীরা। প্রশংসা করেছেন অভিনেত্রীর কাছের বন্ধু বান্ধবরাও। প্রসঙ্গত মিঠাই শেষ হওয়ার পর এই সিরিয়ালের সমস্ত কলা কুশলীরাই একে একে কাজে ফিরতে শুরু করেছেন।

কেউ ছোট পর্দায় তো কেউ বড় পর্দায় ফিরছেন।  অন্যদিকে মিঠাই শেষ হয়ে যাওয়ায় মন খারাপ ভক্তদের। তাই এখন থেকেই মিঠাই ভক্তরা চাইছেন খুব তাড়াতাড়ি আবার মিঠাইয়ের সিজন ২ নিয়ে আসা  হোক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥