বর্তমানে বাংলা সিরিয়ালের জগতে সবচাইতে জনপ্রিয় সিরিয়াল বলতে যে মিঠাই সেটা আর বলার অপেক্ষা রাখে না। সিরিয়ালের জনপ্রিয়তা যে সব থেকে বেশ সেটা টিআরপি তালিকা দেখলেই প্রমাণ মেলে। প্রতি সপ্তাহেই ছক্কা হাঁকাচ্ছে মিঠাই। সত্যি বলতে কি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) দুর্দান্ত অভিনয় যেন মন্ত্রমুগ্ধ করেছে বাঙালি দর্শকদের। সিরিয়ালে মিষ্টি বিক্রেতা মিঠাইয়ের বিয়ে হয়েছে মোদক পরিবারের উচ্ছেবাবু থুড়ি সিদ্ধার্থর সাথে।
অল্প সময়েই এত জনপ্রিয়তা পাওয়া সৌমিতৃষা গত ৫ বছর ধরেই ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকে খল চরিত্রে অভিনয়ের পর, একে একে ‘জয়কালি কলকাত্তাওয়ালী’, ‘অলৌকিক না লৌকিক’, ‘গোপাল ভাঁড়’ ইত্যাদি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। তবে তারপর অভিনয়ের জোরেই ‘কনে বউ’ এ প্রধান চরিত্র পেয়ে যান মিষ্টি অভিনেত্রী। এই ধারাবাহিক শেষ হতে না হতেই ‘মিঠাই’ এ সুযোগ পেয়ে যান অভিনেত্রী।
মনোহরা বিক্রেতা এই মিষ্টি বিক্রেতার মিষ্টতাতেই এখন মজেছে ৮ থেকে ৮০। মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইদানিং বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নানান ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। যা বিশাল ফ্যান ফলোয়িং হবার দরুন মুহূর্তেই মধ্যেই ভাইরাল হয়ে পরে।
আবার তার ভিডিও জি-বাংলার পেজ থেকে পোস্ট হলেও তা ভাইরাল হতে মোটেও বেশি সময় নেয় না। সম্প্রতি জি-বাংলার অফিসিয়াল ফেসবুক থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মিঠাই-য়ের সাজেই খোলা আকাশের নীচে মনের আনন্দে নেচে উঠেছেন অভিনেত্রী।
সকাল থেকেই আকাশের মুখভার, অবিরাম বৃষ্টিপাত হয়েই চলেছে। তবে বৃষ্টি কিন্তু বহুমানুষের কাছে বেশ প্রিয়। বৃষ্টির দিনে কোনো এক জানলার ধরে বসে প্রকৃতিকে দেখতে ভালোবাসেন অনেকেই। বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই এর অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুও কিন্তু বৃষ্টিকে বেশ ভালোবাসেন। বৃষ্টি ছেড়ে যেতেই তাই খোলা আকাশের নীচে জনপ্রিয় হিন্দী গান, “ইয়ে হাসি ওয়াদয়া, ইয়ে খুলা আসমান” -এ নেচেছেন মিঠাই। আর এই ভিডিও নিমেষে মন জিতে নিয়েছে অভিনেত্রীর ভক্তদের।
View this post on Instagram