• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিষ্টি তৈরী থেকে অভিনয় সবই হল, এবার ভাইরাল মিঠাইয়ের গলায় ‘কলকাতার রসগোল্লা’ গানের ভিডিও

Published on:

Mithai Singing Kolkatar Rosogolla in Stage

বাঙালি সিরিয়ালপ্রে মী দর্শকদের মুখে একটা নাম লেগেই রয়েছে সেটা হল মিঠাই সিরিয়ালের (Mithai Serial) নাম। শুরুর পর থেকেই দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শিখরে মিঠাই-সিদ্ধার্থ জুটি। আর সিরিয়ালের দৌলতে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) ও বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে বাস্তবে। একপ্রকার বং ক্রাশে পরিণত হয়েছেন অভিনেত্রী। যার জাদুতে কাত হয়েছে গোটা বাংলা।

সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। ইনস্টাগ্রামে প্রতিনিয়ত নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পরে। এমনিতেই প্রিয় তারকাদের ব্যাক্তিগত জীবন নিয়ে চিরকালই দর্শকদের কৌতুহলের অন্ত নেই। ব্যতিক্রম নন সৌমিতৃষাও। অভিনেত্রীর ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের বিশেষ মানুষ খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়েই জানতে মুখিয়ে থাকেন দর্শকরা।

Mithai Singing,Soumitrisha Kundu,Soumitrisha Singing,Mithai Singing Kolkatar Rosogolla,মিঠাইয়ের গান,কলকাতার রসগোল্লা,মিঠাইয়ের গলায় কলকাতার রসোগোল্লা,Mithai singing video

সম্প্রতি মিঠাই অভিনেত্রীর একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ভিডিওতে সিরিয়ালের শুটিং ফ্লোরে নয় বরং কোনো এক অনুষ্ঠানের মঞ্চে দেখা যাচ্ছে সৌমিতৃষাকে। আসলে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা মাঝে মধ্যে কিছু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির হন। আর তাদের দেখতে উপস্থিত হন হাজার হাজার মানুষ। এমনই একটি স্টেজ শোতে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

Mithai actress Soumitrisha Kundu Live Performance মিঠাই সৌমিতৃষা কুন্ডু লাইভ পারফর্মেন্স

দর্শকদের সাথে মজার কথোপকথন থেকে শুরু করে কিছু আলাপ ও গপ্পো হয়েছে। এরপর মিঠাইকে একটা ভালো বাংলা নাচের মত গান করার জন্য অনুরোধ করা হয়। তারপর অনুরোধ রেখে ‘আমি কলকাতার রসগোল্লা’ গান ধরেন সৌমিতৃষা। যদিও গান শুরুর আগেই অভিনেত্রী স্বীকার করে নিয়েছে যে গান কিন্তু একেবারেই ভালো গান না তিনি। সম্পূর্ণ বাথরুম সিঙ্গার, তাই গান খারাপ লাগলে কিন্তু বলতে পারবেন না।

https://youtu.be/B9DEFepNzF4

এরপর মাইক হাতে গান গেয়ে শুনিয়েছেন অভিনেত্রী। আর সেই গান শুনে উচ্ছসিত উপস্থিত দর্শকেরা। সকলেই প্রিয় অভিনেত্রীকে চোখের সামনে দেখে ও গান গাইতে দেখে দারুন খুশি। অবশ্য যে ভিডিওটি বর্তমানে ভাইরাল হয়েছে সেটি সম্প্রতিকালের ভিডিও নয়। ভিডিওটি গতবছর অক্টবর মাসের। ভিডিওটি বর্তমানে নেটপাড়ায় বেশ ভাইরাল হয়ে পড়েছে।

প্রসঙ্গত, মিঠাই ভালো গান গাইতে না পারলেও উচ্ছেবাবু মানে আদৃত রায় কিন্তু দারুন গান গাইতে পারে। অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গিটার বাজানো থেকে গান গাওয়ার ট্যালেন্ট রয়েছে অভিনেতার। বাস্তবের মত সিরিয়ালেও সিদ্ধার্থকে গিটার হাতে গান গাইতে দেখা গিয়েছে। মাঝে মধ্যেই তাঁর গানের ভিডিও ভাইরাল হতেও দেখা যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥