• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধুই নয় অভিনয়! ক্যামেরাও চালাতে পারে মিঠাই, উচ্চাবাবুর শুটিংয়ের ভিডিও শেয়ার করলেন সৌমিতৃষা

Published on:

Mithai Actress Soumitrisha Kundu shooting Ucchebabu with Camera behind the camera Video

শুরু থেকেই জনপ্রিয়তা নিরিখে সেরা ‘মিঠাই’ (Mithai) সিরিয়াল। সন্ধ্যে নামলেই মিঠাই আর উচ্ছেবাবুর জুটিকে দেখতে দর্শকেরা হাজির হয়ে পড়েন জি বাংলার পর্দায়। সমস্ত সিরিয়ালের রেকর্ড ভেঙে বরাবর টিআরপি লিস্টে (TRP List) প্রথমস্থান দখলে রাখে মিঠাই। আর সিরিয়ালের দৌলতে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) কিন্তু বেশ জনপ্রিয় হয়ে পড়েছেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও।

নিজের সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই ভক্তদের জন্য নানান ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। এমনকি একাধিক ফ্যান পেজ রয়েছে মিঠাইয়ের, সেখানে নানান ছবি ভিডিও শেয়ার করা হয়। শুধুই  যে সিরিয়ালের দৃশ্য তা কিন্তু নয়, অফ ক্যামেরায় সৌমিতৃষার কান্ড কারখানা থেকে সেটের অন্দরের একাধিক গল্পের দেখা মেলে সোশ্যাল মিডিয়াতে।

Mithai,Bengali Serial,Soumitrisha Kundu,মিঠাই,সৌমিতৃষা কুন্ডু,মিঠাই সিরিয়ালের শুটিং,মিঠাই ক্যামেরাম্যান,মিঠাই সিরিয়ালের Behind The Scenes

সম্পত্তি এমনই একটি অফ ক্যামেরার মুহূর্তের ভিডিও দেখা গিয়েছে। ভিডিওতে ক্যামেরার পিছনের দৃশ্য দেখা গিয়েছে, কিভাবে শুটিং হয় মিঠাই সিরিয়ালের। তবে তাঁর থেকেও বড় কথা হল শুটিংয়ের ক্যামেরা কোনো ক্যামেরাম্যান নয় বরং মিঠাই অভিনেত্রী সৌমিতৃষাকেই ধরতে দেখা যাচ্ছে। ক্যামেরা হাতে নিয়ে ‘উচ্ছেবাবুর’ শট নিচ্ছে মিঠাই। পজিশন ঠিক আছে কি না, এমনকি শটের ফ্রেম ঠিক আছে কি না এসব বলতেও শোনা যাচ্ছে।

Mithai,Bengali Serial,Soumitrisha Kundu,মিঠাই,সৌমিতৃষা কুন্ডু,মিঠাই সিরিয়ালের শুটিং,মিঠাই ক্যামেরাম্যান,মিঠাই সিরিয়ালের Behind The Scenes

তাহলে কি দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি ক্যামেরাও চালাতে পারে মিঠাই অভিনেত্রী? মিঠাইয়ের সাজে কোমরে কাপড় বেঁধে ক্যামেরা ধরা দেখে এমনটাই মনে করছেন দর্শকেরা। ভিডিওটি ভাইরাল শেয়ার পর বেশ ভাইরাল হয়ে পড়েছে। আর ভাইরাল ভিডিওতে দকেহে এমনটাই মনে করছেন দর্শকেরা। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ ভিডিও দেখেছেন, আর হাজারো দর্শকেরা লাইক করেছেন ভিডিওতে।

প্রসঙ্গত, মিঠাই সিরিয়ালের দৌলতে বর্তমানে ব্যাপক জনপ্রিয় হলেও এটা কিন্তু সৌমিতৃষার প্রথম সিরিয়াল নয়। ‘এ আমার গুরুদক্ষিণা’ নামক সিরিয়ালে খলচরিত্রে অভিনয় করেই অভিনয় যাত্রা শুরু হয়েছিল অভিনেত্রীর। এরপর ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ সিরিয়ালে পার্শ্ব চরিত্রে ও ‘কনে বউ’ সেরিলায়ে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তবে মিঠাই চরিত্র যে তাকে সবচাইতে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে সেটা আলাদা করে বলার নিষ্প্রয়োজন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥