• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঋতুস্রাবের সময় কি হাল হয়? ভিডিওতে মনের কথা জানালেন ‘মিঠাই’ সৌমিতৃষা

Published on:

Mithai actress Soumitrisha Kundu shares her thought on Women's Calender or Menstruation

আজকের দিনে অর্থাৎ ২০২৩ -এ দাঁড়িয়ে ঋতুস্রাবের (Periods) মতো বিষয় এক ধরনের সামাজিক ট্যাবুতে পরিণত হয়েছে। যা নিয়ে আজও খোলামেলা কথা বলতে সাহসে কুলায় না অনেকেরই। কিন্তু,বাকিদের থেকে বরাবরই আলাদা পর্দার ‘মিঠাই’ (Mithai) অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। পর্দার মতোই বাস্তব জীবনেও স্রোতের বিপরীতে হেঁটে বারবার নিজেকে ব্যতিক্রমী প্রমাণ করেন তিনি।

ঋতুস্রাবের ওই কটা দিন মেয়েদের যে শারীরিক এবং মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় সম্প্রতি তারই এক ঝলক সোশ্যাল মিডিয়ার শেয়ার করলেন পর্দার মিঠাইরানী অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া থেকে ‘ওম্যান ক্যালেন্ডার’-এর একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,ঋতুস্রাব,Periods,ভাইরাল ভিডিও,Viral Video

সেখানে দেখা গিয়েছে কিভাবে পিরিয়ডস শুরুর ৮ দিন আগে থেকেই মেয়েদের বিভিন্ন ধরনের মুড সুইং হয়।  কখনো রেগে গিয়ে অকারণে খিটখিট করতে শুরু করে, আবার কখনও বাথরুমে বসে কাঁদতে থাকে, কিংবা কখনও বেশি বেশি করে জাঙ্ক ফুড খেতে শুরু করে। আর ঋতুমতী অবস্থায় প্রথম দু-দিন বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাতে থাকে।

তবে পিরিয়ড শেষেই তিনদিন পর আবার সেজেগুজে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এই ভিডিওটিতে পর্দার মিঠাইরানি যেন একেবারে নিজের জীবনের ঝলকই দেখতে পেয়েছেন। তাই ভিডিও শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘একদম সত্যি (So True)’।

Mithai last episode big twist waiting for audience

প্রসঙ্গত গতকাল অর্থাৎ শুক্রবারেই টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছে মিঠাইয়ের অন্তিম পর্ব। দীর্ঘ আড়াই বছরের সফর শেষে শেষবারের মতো হাজির হয়েছিলেন মনোহরার মোদক পরিবারের সদস্যরা। নাচে গানে হই হল্লা করে সব্বাই মিলে হেপ্পী থাকার প্রমিস নিয়ে শেষ হয়েছে এই ধারাবাহিক।

 

View this post on Instagram

 

A post shared by Health Nag (@health_nag)

শেষ দিনেও জয়গোপাল বলে দর্শকদের মুখে হাসি ফুটিয়েছে মিঠাইরানি আর তাঁর পরিবার। এদিনের অন্তিমপর্ব শেষে শুরু থেকে শেষ পর্যন্ত মিঠাইয়ের জার্নি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন খোদ মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥