• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬ ফুটের দেবের পাশে ‘বেঁটে’ মিঠাই! কেমন হবে জুটি? ভাইরাল ‘দেবতৃষা’ জুটির প্রথম ভিডিও

Published on:

Mithai actress Soumitrisha Kundu shared a picture with her Pradhan co-star Dev

‘মিঠাই’ (Mithai) সিরিয়াল শেষ হতে না হতেই নিজের প্রথম ছবির কাজ শুরু করে দিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। টলিউড (Tollywood) সুপারস্টার দেবের (Dev) হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন তিনি। ছোটপর্দার মিঠাইরানীর ডেবিউ ছবির নাম ‘প্রধান’ (Pradhan)। সৌমিতৃষার বড়পর্দায় ডেবিউর কথা সামনে আসার পর থেকেই প্রত্যেকে তাঁর এবং দেবের রসায়ন দেখার জন্য উৎসুক ছিলেন। অবশেষে ভিডিও (Video) শেয়ার করে নিজেই তা দেখিয়ে দিলেন মিঠাইরানী।

জি বাংলার ‘মিঠাই’ সিরিয়ালের হাত ধরে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ নামে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। একসময়কার বেঙ্গল টপার এই ধারাবাহিকে সৌমিতৃষার বিপরীতে অভিনয় করেছিলেন আদৃত রায়। মিঠাই আর সিদ্ধার্থ মিলে দর্শকদের কাছে তাঁরা হয়ে উঠেছিলেন ‘সিধাই’।

Sid mithai, Adrit Roy and Soumitrisha Kundu

তবে ‘মিঠাই’ শেষের সঙ্গেই আপাতত পথচলা শেষ হয়েছে ‘সিধাই’য়েরও। তবে কথাতেই আছে, যা শুরু হয়েছে তা তো শেষ হবেই। আর একটা ভালো জিনিস শেষ হলেই তো আর একটা ভালো জিনিস শুরু হয়। আদৃত-সৌমিতৃষা জুটির পথচলা শেষ হলেও শীঘ্রই দেব-সৌমিতৃষা জুটিকে দেখতে পাবেন দর্শকরা।

অতীতে একাধিকবার দেবের পাশে দেখা গিয়েছে সৌমিতৃষাকে। ‘মিঠাই’ নায়িকা একজন দেব ভক্তও বটে। জি বাংলার বর্ষবরণ অনুষ্ঠানে টলি সুপারস্টারের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল তাঁর। এরপর থেকে অভিনেতার প্রায় প্রত্যেক সিনেমার প্রিমিয়ারে দেখা গিয়েছে তাঁকে।

Dev and Soumitrisha Kundu

দেবের পাশে সৌমিতৃষাকে দাঁড়াতে দেখে অনেকে উচ্চতা নিয়েও কটাক্ষ করেছেন। ৬ ফুটের দেবের পাশে ‘বেঁটে’ সৌমিতৃষাকে কি আদৌ মানাবে? অনেকের মনে জেগেছিল এই প্রশ্নও। তবে এবার যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিলেন অভিনেত্রী নিজে! বা বলা ভালো তাঁর শেয়ার করা এক ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)


সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশানে গিয়েছিলেন সৌমিতৃষা। একটি লাল টুকটুকে গাউন পরে সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানে দেবের সঙ্গে কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। মিঠাইরানীর দিকে অপলক দৃষ্টিতে দেবকে তাকিয়ে থাকতে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। ‘আদৃতৃষা’র  মতো ‘দেবতৃষা’ জুটিও যে পর্দায় দারুণ দেখাবে তা বুঝে গিয়েছেন নেটাগরিকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥