• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাল পাড় শাড়ি, সিঁথিতে সিঁদুর! বিয়ের পর মিঠির নতুক লুক দেখে ক্লিন বোল্ড উচ্ছেবাবু

Published on:

Mithai actress Soumitrisha Kundu shared a new photo on Instagram

জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। এটি তাঁর প্রথম ধারাবাহিক নয়, তবে এই সিরিয়ালের হাত ধরে গগনচুম্বী সাফল্য পেয়েছেন তিনি। মিঠাই এবং মিঠি (Mithi)- দ্বৈত চরিত্রে সাবলীল অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের।

‘মিঠাই’য়ের নিয়মিত দর্শকরা জানেন, ধারাবাহিকে সদ্য মিঠি এবং ডক্টর রোহিতের বিবাহ দেখানো হয়েছে। মনে মনে সিদ্ধার্থের প্রতি কিছুটা দুর্বলতা থাকলেও রোহিতকেই স্বামী হিসেবে মেনে নিয়ে মিঠি। এবার বিয়ের পর নববধূরূপে প্রথমবার প্রকাশ্যে এল মিঠি। আর বলাই বাহুল্য তা দেখে একেবারে ক্লিন বোল্ড হয়ে গিয়েছেন দর্শকরা।

Mithai serial Mithi

মিঠাইকে সবসময় শাড়িতে দেখলেও, মিঠিকে খুব একটা বেশি শাড়িতে দেখেননি দর্শকরা। মিঠাইয়ের অনুপস্থিতিতে যখন মিঠি তাঁর বেশ ধারণ করতো তখনই কেবলমাত্র তাঁকে শাড়ি পরে দেখতে পাওয়া গিয়েছিল। নাহলে সবসময় চুড়িদার পরতেই দেখা গিয়েছে তাঁকে। তবে এবার বিয়ের পর পুরোদস্তুর বাঙালি বধূ বেশে প্রকাশ্যে এল মিঠি।

পরনে লাল পাড় সাদা শাড়ি, সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর, মিঠির নতুন লুকের এই ছবি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৌমিতৃষা নিজে। ক্যাপশনে লিখেছেন, ‘মিঠি ব্যানার্জি’।

Mithai, Mithai serial Mithi, Soumitrisha Kundu

মিঠির এই ভোলবদল প্রচণ্ড ভালোলেগেছে দর্শকদেরও। সৌমিতৃষাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। সরু লাল পাড় সাদা শাড়িতে কাউকে যে এতখানি সুন্দর লাগতে পারে তা মানতে পারছেন না অনেকেই। কেউ কেউ আবার বলছেন, লাল-সাদা শাড়িতে প্রত্যেক মেয়েরই রূপ খোলে। সৌমিতৃষা তথা মিঠির ক্ষেত্রেও সেটাই হয়েছে।


প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে ‘মিঠাই’ ধারাবাহিকে ইতি পড়তে চলেছে। চলতি মাসের শুরুতেই শোনা গিয়েছিল যে এই মাসের শেষের দিকেই সম্প্রচারিত হবে জি বাংলার এই সিরিয়ালের শেষ এপিসোড। তবে নিন্দুকদের মুখে ঝামা ঘষে এখনও চলছে এই সিরিয়াল। ধারাবাহিকের কাহিনীতে যেভাবে একের পর এক টুইস্ট আসছে তা থেকে বুঝে নেওয়াই যায় এখনও বেশ কিছুটা সময় চলবে ‘মিঠাই’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥