• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেবের পা চেটেই সিনেমার নায়িকা হচ্ছেন মিঠাই! নিন্দুকদের যোগ্য জবাব দিলেন সৌমিতৃষা

‘মিঠাই’ (Mithai) শেষের খবরে এক দিকে যখন মন খারাপ মিঠাই ভক্তদের, ঠিক তখনই এক বিরাট সুখবর দিয়ে সকলের মন ভালো করে দিয়েছিলেন পর্দার মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। ছোট পর্দার পর এবার তিনি ডেবিউ করতে চলেছেন বড় পর্দাতেও। টলিউড সুপারস্টার দেবের আসন্ন নতুন সিনেমা ‘প্রধান'(Pradhan)-এর নায়িকা হতে চলেছেন সৌমিতৃষা।

প্রথম সিনেমাতেই দেবের মতো টলিউড সুপারস্টার নায়িকা হওয়ায় একদিকে যেমন সৌমিতৃষাকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। তেমনই একদল হেটার্সরা কটাক্ষ করতে ছাড়লেন না মিঠাই অভিনেত্রী সৌমিতৃষাকে। কেউ কটাক্ষ করে বলছেন দেবের পা চেটেই সিনেমার নায়িকা হওয়ার চান্স পেয়েছেন সৌমিতৃষা।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,Bengali Cinema,টলিউড,Tollywood,দেব অধিকারী,Dev Adhikari,প্রধান,Pradhan,ট্রোল,Troll,প্রতিক্রিয়া,Reaction,বাংলা সিনেমা

তো কেউ আবার সৌমিতৃষার উচ্চতার জন্য দেবের পাশে ইট রেখে দাঁড়ানোর পরামর্শ দিয়ে ব্যঙ্গ করেছেন তাঁকে। যদিও নিন্দুকদের ছেড়ে কথা বলেননি মিঠাই ভক্তরা। সকলেই একেবারে ধুয়ে দিয়েছেন হেটার্সদের। আসলে বিগত গত কয়েক মাসে দেবের একাধিক ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন সৌমিতৃষা। একসাথে পার্টিও করতে দেখা গিয়েছিল তাঁদের ।

আর তাই সৌমিতৃষাকে নিয়ে এমন কটাক্ষ করছেন নিন্দুকরা। তবে নিন্দুকদের  মোক্ষম জবাব দিয়েন মুখ খুলেছিলেন খোদ মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা। সম্প্রতি টলি ফোকাস কলকাতার সাথে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ‘মিঠাই আমার সন্তানের মতো। এর সঙ্গে প্রধান-এ সুযোগ পাওয়ার কোনও যোগ নেই। অগস্ট মাসে শুরু হবে প্রধানের শ্যুটিং। জীবনটা হল একধাপ একধাপ করে এগিয়ে যাওয়া। সৎপথে, নিষ্ঠার সঙ্গে আর দর্শকদের ভালোবাসা নিয়ে এগানোর চেষ্টা করছি।’

সেইসাথে হেটার্সদের নিয়ে অভিনেত্রী জানান, ‘দু’টো শ্রেণির মানুষ থাকেন। একদল হয়, অন্যের সাফল্য দেখে যারা অনুপ্রাণিত হয়। ভাবে ও এতো খাটছে তাহলে আমাকে পরিশ্রম করতে হবে। অন্য একদল হয়, ও বাবা… সাফল্য এমনি এসে গেছে। আমিও করেছি প্রচুর। দ্বিতীয় দল কিন্তু জীবনে কোনওদিন সাফল্যের মুখ দেখতে পায় না। কারণ তারা সামনের মানুষকে পিছনে টানতে চায়।’

site