• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কনেবউ’ থেকে ‘মিঠাই’ তরতরিয়ে উঠছে সাফল্যের গ্রাফ! বাস্তব জীবনে আসলে কেমন সৌমিতৃষা, জেনে নিন

বাঙালিদের প্রিয় সিরিয়ালের (Serial) মধ্যে নতুন সংযোজন মিঠাই (Mithai)। অপেক্ষাকৃত নতুন হলেও অল্প কিছুদিনের মধ্যেই বাঙালিদের হৃদয় জয় করে নিতে পেরেছে মিঠাই। মিঠাই যে সত্যি বাঙালিদের মনে ধরেছে সেটার প্রমাণ অবশ্য প্রতিসপ্তাহের টিআরপি (TRP) তালিকা দেখলেই বোঝা যায়। একেবারে শুরু থেকেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছিল মিঠাই। বিগত কয়েক সপ্তাহ ধরে একেবারে প্রথম স্থান ধরে রেখেছে টিআরপি তালিকায়।

সিরিয়ালে গম্ভীর স্বভাবের সিদ্ধার্থের সাথে বিয়ে হয়েছে প্রাণবন্ত মিষ্টি একটা মেয়ে মিঠাইয়ের। গোটা বাড়িকে যেন মাতিয়ে রাখছে মিঠাই। বাড়ির সকলেরই মিঠাই বেশ প্রিয় বিশেষত দাদুর। বর্তমানে মোদক পরিবারের মিষ্টির ব্যবসার হাল ধরেছে মিঠাই।

   

মিঠাই,খড়কুটো,টিআরপি,জি বাংলা,স্টার জলসা,Khorkuto,Mithai,Zee Bangla,Star Jalsha,TRP,soumitrisha kundu,সৌমিতৃষা কুন্ডু

কিন্তু যতই করুক না কেন সিদ্ধার্থবাবুর মন পায় না মিঠাই। তার জন্য মন খারাপ হলেও সেভাবে কিন্তু প্রকাশ করে না। বরং উল্টে সিদ্ধার্থকে উচ্ছেবাবু বলে তার নকল করে দেখতে এক্সপার্ট মিঠাই।

মিঠাই,খড়কুটো,টিআরপি,জি বাংলা,স্টার জলসা,Khorkuto,Mithai,Zee Bangla,Star Jalsha,TRP,soumitrisha kundu,সৌমিতৃষা কুন্ডু

 

এই মিষ্টি মেয়ে ‘মিঠাই’ এর চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু। অল্প সময়েই এত জনপ্রিয়তা পাওয়া সৌমিতৃষা গত ৫ বছর ধরেই ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকে খল চরিত্রে অভিনয়ের পর, একে একে ‘জয়কালি কলকাত্তাওয়ালী’, ‘অলৌকিক না লৌকিক’, ‘গোপাল ভাঁড়’ ইত্যাদি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি।

মিঠাই,খড়কুটো,টিআরপি,জি বাংলা,স্টার জলসা,Khorkuto,Mithai,Zee Bangla,Star Jalsha,TRP,soumitrisha kundu,সৌমিতৃষা কুন্ডু

তবে তারপর অভিনয়ের জোরেই ‘কনে বউ’ এ প্রধান চরিত্র পেয়ে যান মিষ্টি অভিনেত্রী। এই ধারাবাহিক শেষ হতে না হতেই ‘মিঠাই’ এ সুযোগ পেয়ে যান অভিনেত্রী।মডেলিং দিয়ে কেরিয়ার শুরু তারপরেই টেলিভিশন। এমনকি কখনও অডিশানও দিতে হয়নি তাকে। প্রায় ৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার ফলোয়ার্স সংখ্যা প্রায় এক লক্ষ ছুঁইছুঁই।

site