ইদানিং সিরিয়াল মানেই হয়ে উঠেছে দর্শকদের বিনোদনের অন্যতম ঠিকানা। তাই দিনে দিনে সিরিয়াল আর বিনোদন কথাটা যেন দিনে দিনে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। সিরিয়ালের পোকা দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘মিঠাই’ (Mithai)। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। দেড় বছরেরও বেশি সময় ধরে বাংলার ঘরে ঘরে অব্যাহত মিঠাই ম্যাজিক।
সিরিয়ালের মিষ্টি নায়িকা মিঠাই চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu)। শুরুর দিন থেকেই এই সিরিয়ালে তার অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। নায়িকা মিঠাই অন্ত প্রাণ দর্শকদের। তাই নায়িকাকে নিয়ে পান থেকে চুণ খসলেই তা নিমেষে জায়গা পায় সংবাদ শিরোনামে। তাই শুধু পর্দায় নয় পর্দার বাইরেও প্রিয় নায়িকার জীবনের সমস্ত আপডেট চাইই চাই মিঠাই ফ্যানদের।
সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের ফ্যান পেজ গুলির দিকে চোখ দিলেই দেখা যাবে সমালোচলনা হোক কিংবা প্রশংসা বেশিরভাগ ক্ষেত্রেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা। প্রসঙ্গত সিরিয়ালের গতকালের পর্বেই দেখা গিয়েছে ওমি আগারওয়ালের গুলির হাত থেকে উচ্ছেবাবুকে বাঁচাতে নিজেই সামনে দাঁড়িয়ে পড়েছিল মিঠাই। আর সেই গুলি এসে মিঠাইয়ের বুকে লাগতেই মাটিতে লুটিয়ে পড়েছিল মিঠাই।
এই পর্ব দেখার পরেই মিঠাই-এর হাতের একটি ছবি ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে সবাই বলতে শুরু করেন শুটিং করতে গিয়েই হাত চোট পেয়েছিলেন নায়িকা। পরে অবশ্য একটা স্টেটাস দিয়ে নায়িকা দিয়েছেন তার হাতে কিছু হয়নি। ওটা আসলে শুটিং এর জন্য। এসবের মাঝেই এবার নিজে সিরিয়াল থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য তুলে ধরেছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন মোদক পরিবারে মিঠাইয়ের গুলি লাগার পর আসতে চলেছে নতুন টুইস্ট।
এমনিতেই সিরিয়ালে নেগেটিভিটি খুবই কম। সমস্ত চরিত্র থেকে গল্প সবকিছুই ভীষণ পজিটিভ। অভিনেত্রী জানিয়েছেন মিঠাইয়ের গুলি লাগার মধ্যে দিয়ে সিরিয়ালে একটা সাসপেন্স তৈরি করা হয়েছে। যাতে দর্শকদের বেশি আকর্ষণ বাড়ে। অভিনেত্রী জানিয়েছেন খুব শিগগিরই সিরিয়ালের আবার ফিরে আসবে ‘সিধাই মোমেন্ট’। তবে তার জন্য অপেক্ষা করতে হবে দর্শনদের।
এসবের পাশাপাশি নিজের কাজের সাথে ব্যক্তিগত জীবনের জড়িয়ে পড়া প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন কাজ করতে এসে প্রশংসার পাশাপাশি সমালোচিত হতে হয়েছে তাকে। অভিনেত্রী জানিয়েছেন মিঠাই নামটা সোশ্যাল মিডিয়াতেই ‘লক্ষ্মী’ হয়ে গেছিল কারণ ধারাবাহিকটি একটানা বহুবার টিআরপিতে শীর্ষস্থান পেয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে সমালোচনা করার জন্য তাকেই মূল কেন্দ্রবিন্দু করে তোলা হয়েছে। এদিন সৌমিতৃষা জানিয়েছেন তিনি কোনদিনই টিআরপি নিয়ে খুব একটা চিন্তিত নন। তবে টি আর পি কমে গেলে আরো ভালো কাজ করার জেদ বেড়ে যায় বলেই জানিয়েছেন নায়িকা।