• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আদৃত নয় সূর্যকেই মন দিয়েছে মিঠাইরানী! অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা

Published on:

Mithai Soumitrisha Kundu opens up about Dibyojyoti Dutta

গত কয়েক সপ্তাহ ধরে টেলি (Television) দুনিয়ার অন্দরের গুঞ্জন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) এবং দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) নাকি প্রেম করছেন। প্রথমজন জি বাংলার ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের নায়িকা, দ্বিতীয়জনকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa)। বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির দুই প্রথম সারির চ্যানেলের নায়ক-নায়িকার প্রেম নিয়ে চর্চা চলছেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা নিজে।

বিনোদন ইন্ডাস্ট্রিতে সম্পর্ক গড়ে ওঠা নতুন কোনও বিষয় নয়। এখানে সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকে। এখন যেমন শোনা যাচ্ছে, কৃষ্ণপ্রেমী এই দুই টেলি তারকা একে অপরকে মন দিয়েছেন। ‘অনুরাগের ছোঁয়া’র ডাক্তার সূর্য সেনগুপ্তই নাকি সৌমিতৃষার বাস্তবের ‘মনের ডাক্তার’। রাখঢাক না করে এবার খোলাখুলি বিষয়টি নিয়ে কথা বললেন অভিনেত্রী।

Dibyojyoti Dutta and Soumitrisha Kundu

সৌমিতৃষা এবং দিব্যজ্যোতি একসঙ্গে কাজ না করলেও তাঁদের মধ্যে একটি মিল রয়েছে। তা হল, কৃষ্ণপ্রেম। দুই তারকার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখ রাখলেই এই বিষয়টি বুঝে নিতে কোনও অসুবিধা হয় না। শোনা যাচ্ছে, এই কৃষ্ণপ্রেমই নাকি তাঁদের কাছাকাছি এনেছে। তাহলে কি সত্যি সত্যিই গোপাল সৌমিতৃষাকে নিজের মনের মানুষ খুঁজে দিল?

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসিমুখে ‘মিঠাই’ নায়িকা বলেন, প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর মতো তাঁর নামেও এমন গুজব প্রায়ই রটে। এই বিষয়গুলো এখন তাঁর কাছে পুরনো হয়ে গিয়েছে। তাই এসব বিষয়ে তিনি আর মাথা ঘামান না। সৌমিতৃষার কথায়, প্রত্যেকবারই তাঁকে নিয়ে এমন গুজব শোনা যায়। এবার দিব্যজ্যোতির সঙ্গে রটেছে। তাঁর সংযোজন, ‘আমি মনে মনে ভাবি, এটা কতদিন চলে দেখি’।

Soumitrisha Kundu and Dibyojyoti Dutta

সৌমিতৃষার আগে দিব্যজ্যোতিও এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য সাফ বলেছিলেন, এখন কাজ ছাড়া অন্য কোনও বিষয়ে মন দেওয়ার মতো সময় তাঁর কাছে নেই। এখন তিনি কাজের ওপর সম্পূর্ণ মনোনিবেশ করতে চান। সৌমিতৃষা জানান, তিনি এবং দিব্যজ্যোতি শুধুমাত্র ভালো বন্ধু। এই গুঞ্জনের বিষয়টায় তাঁরাও বেশ মজা পাচ্ছেন বলে জানান অভিনেত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, কৃষ্ণপ্রেমী সৌমিতৃষা চলতি বছর নিজের জন্মদিনে বৃন্দাবন গিয়েছিলেন। অপরদিকে দিব্যজ্যোতিও রসকলি এঁকে একটি ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সৌমিতৃষা এবং দিব্যজ্যোতির ছবির কোলাজ বানিয়ে একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেটি আবার পর্দার সূর্য নিজের স্টোরিতে দেন। সেখান থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥