• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম-বিচ্ছেদ কোনওদিনই কিছুই হয়নি, মিঠাই শেষে আদৃত সম্পর্কে বললেন সৌমিতৃষা

Published on:

Mithai actress Soumitrisha Kundu opens up about her relationship rumour with Adrit Roy

টিভির পর্দায় ইতিমধ্যেই সম্প্রচার শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)-এর। দীর্ঘ আড়াই বছরের সফর শেষে পর্দার মিঠাইরানি আর তাঁর উচ্ছেবাবু হয়ে উঠেছেন বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের একেবারে ঘরের মানুষ। প্রসঙ্গত এই সিরিয়ালের হাত ধরেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন পর্দার মিঠাই-সিদ্ধার্থ জুটি আদৃত রায়  এবং সৌমিতৃষা কুন্ডু (Adrit Roy & Soumitrisha Kundu)।

প্রসঙ্গত পর্দায় মিঠাইরানী আর তাঁর উচ্ছেবাবুর রসায়ন ছিল একেবারে সুপারহিট। যা দেখে এই জুটির অর্থাৎ ‘সিধাই’ জুটির ভক্তরা চেয়েছিলেন বাস্তবেও তাঁদের এইভাবেই দেখতে। তাই মাঝে মধ্যেই নিজেদের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে বানিয়ে ফেলতেন ‘আদৃতৃষা’ জুটির নানন এডিট করা ছবি এবং ভিডিও। সম্প্রতি এপ্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা।

Mithai, Mithai laste episode, Mithai last episode date

পর্দার উচ্ছেবাবু অভিনেতা আদৃত রায়ের সাথে তাঁর নাম জড়িয়ে ভক্তরা মাঝেমধ্যে যেসব এডিট করা ছবি আর ভিডিও বানিয়ে থাকেন তা নিয়ে এদিন পর্দার মিঠাই রানী বলেছেন ‘আদৃতের সঙ্গে আমার প্রথম থেকেই খুনসুটির সম্পর্ক। বিশ্বাস করুন, আমাদের প্রেম-বিচ্ছেদ কোনওদিনই কিছুই হয়নি। একজনের কেউ প্রেমে পড়লে, অপর বন্ধুকে জড়িয়ে নানান রটনার কোনও মানেই নেই! যদিও মানুষ হয়ত জুটিটাকে ভালোবেসে, কল্পনা করেই এগুলো করেন’।

এরপরেই অভিযোগের শুরে অভিনেত্রীর সংযোজন ‘খুব হাসি পায়। তবে খুব রাগ হয়েছিল যখন দেখেছিলাম কেউ আমার ছবির সঙ্গে অদৃত চুমু খাচ্ছে এমন কিছু জুড়ে বানিয়ে ফেলেছেন। তখন প্রতিবাদ করেছিলাম। বলেছিলাম, আপনি তো বেশে ভালো গল্প বানান মশাই, গল্প দিন তাহলে সৎ পথে খেটে খেতে পারবেন। কী যে বলি এদের।’

Mithai actress Soumitrisha Kundu announces Last Day of Shooting

মিঠাই শেষের পরেও এই সিরিয়াল নিয়ে দর্শকমহলে উত্তেজনার কমতি নেই। তাই এখনও যেন কিছুতেই রেশ কাটছে না এই সিরিয়ালের। তবে দর্শকরাই নন সিরিয়ালটিকে মিস করছেন খোদ পর্দার মিঠাইরানীও। এপ্রসঙ্গে এদিন সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেছেন ‘ভীষণ মিস করছি। গত আড়াই বছরে ওটা আমার কাছে পরিবারের মতোই হয়ে গিয়েছিল। এই সময়টা আমি সৌমিতৃষা নয়, ‘মিঠাই’ হয়েই বেঁচেছি, ওই দিনগুলো কোনওদিনও ভুলতে পারব না। আর এখন আপাতত কাজটা কম, তাই আরও বেশি মনে পড়ছে। মন খারাপ তো হচ্ছেই।’

প্রসঙ্গত মিঠাই শেষের পরেই ভক্তদের সুখবর দিয়ে সৌমিতৃষা জানিয়েছেন আগামীদিনে টলিউড সুপারস্টার দেবের সাথে আসন্ন সিনেমা ‘প্রধান’-এ জুটি বাঁধতে চলেছেন তিনি। আগস্ট থেকেই শুরু হবে এই সিনেমার শুটিং। যদিও দেবের সিনেমায় সুযোগ পাওয়া নিয়েও কম ট্রোল হচ্ছে না। এপ্রসঙ্গে এদিন সৌমিতৃষা বলেছেন ‘ট্রোল হচ্ছে, কথা হচ্ছে মানে বুঝতে হবে আমি কাজ করছি। কাজ করলে তবেই আলোচনা হয়। তাই চাপ নিই না। বরং আলোচনা হচ্ছে যখন ভালোই হচ্ছে বলব।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥