• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমাকে সরিয়ে দেবচন্দ্রিমাকে নেওয়া হয়নি! ‘বুমেরাং’ বিতর্কে মুখ খুললেন ‘মিঠাই’ সৌমিতৃষা

ছোট পর্দা থেকে অভিনয় শুরু করে বড় পর্দায়  জনপ্রিয় নায়িকা হয়েছেন টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে এমন অভিনেত্রীদের তালিকাটা কিন্তু বেশ লম্বা। টলি সুন্দরী ঋতাভরী  চক্রবর্তী থেকে শুরু করে মিমি চক্রবর্তী, ঐন্দ্রিলা, ইশা, সোলাঙ্কি কিংবা সন্দীপ্তা, সোহিনী রয়েছেন আরও অনেকে। এবার এই তালিকায় যোগ হতে চলেছেন ছোট পর্দার দর্শকদের অত্যন্ত প্রিয় আরও দুই অভিনেত্রী, সৌমিতৃষা  কুন্ডু এবং দেবচন্দ্রিমা সিংহ রায় (Soumitrisha Kundu & Debchandrima Singha Roy)

মিঠাই শেষ হওয়ার আগেই জানা গিয়েছিল টলিউড সুপার স্টার দেবের (Dev Adhikari) আসন্ন সিনেমা ‘প্রধান’ (Pradhan)-এ দেবের নায়িকা হবেন সৌমিতৃষা। এরপরেই জানা যায় ‘সাহেবের চিঠি’ খ্যাত চিঠি অভিনেত্রী  দেবচন্দ্রিমা সিংহরায়ও ডেবিউ করতে চলেছেন টলিউডের আরেক সুপারস্টার জিতের (Jeet) নতুন সিনেমা বুমেরাং-এ (Boomerang)।

   

Soumitrisha Kundu, Soumitrisha Kundu interview

এই সিনেমা জিতের নায়িকা হচ্ছেন রুক্মিণীতবে এই সিনেমায় থাকবে আরও একটি জুটি। সেই জুটির মধ্যে নায়কের চরিত্রে অভিনয় করছেন ‘বল্লভপুরের রূপকথা’ খ্যাত সত্যম চৌধুরী এবং নায়িকা চরিত্রে দেখা যাবে দেবচন্দ্রিমাকে। প্রসঙ্গত মিঠাই শেষ হওয়ার আগেই সৌমিতৃষা বড় পর্দায় ডেবিউ করায় অনুরাগীরা যেমন তাঁকে  প্রশংসায় ভরিয়েছিলেন, তেমন আবার একদল  নিন্দুক বলতে শুরু করেছিলেন সৌমি নাকি সুপারস্টার দেবেরপা চেটে তবেই সুযোগ পেয়েছেন  বড়পর্দায়।

নিন্দুকদের এই ট্রোলিং  প্রসঙ্গে সম্প্রতি অভিনেত্রী বলেছিলেন ‘ট্রোল হচ্ছে, কথা হচ্ছে মানে বুঝতে হবে আমি কাজ করছি। কাজ করলে তবেই আলোচনা হয়। তাই চাপ নিই না। বরং আলোচনা হচ্ছে যখন ভালোই হচ্ছে বলব।’ অন্যদিকে দেবচন্দ্রিমা জিতের সিনেমায় চান্স পাওয়ার পর থেকেই শোনা যাচ্ছে সৌমিতৃষার ছেড়ে দেওয়া প্রস্তাব লুফে  নিয়েই বড় পর্দায় ডেবিউ  করছেন দেবচন্দ্রিমা।

Debchandrima Singha Roy's debut bengali film with Tollywood Superstar Jeet

সত্যিই কি তাই? এ প্রসঙ্গে সম্প্রতি নিজেই এই সময় ডিজিটাল কে অভিনেত্রী জানিয়েছেন ‘আমাকে সরিয়ে দেব চন্দ্রিমা কে নেয়া হয়েছে বিষয়টা এমন নয়। আসলে আমার কাছে যখন এই সিনেমায় কাজের অফার আসে,তখন আমি ব্যাকপেইনে ভুগছি। তাই আমার পক্ষে কাজটা করা সম্ভব হয়নি।  মিঠাইয়ের কাজটা ওইভাবেই করেছি।  পরের দিকে তো মিঠাই থেকেও ব্রেক  নিতে হয়েছিল।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,বাংলা সিনেমা,Bengali Cinema,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,প্রধান,Pradhan,দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy,বুমেরাং,Boomerang

সেইসাথে দেবচন্দ্রিমাকে নতুন কাজের জন্য শুভেচ্ছা জানিয়ে সৌমিতৃষা এদিন বলেছেন ‘প্রধান ছবির শুট আগস্ট থেকে শুরু হবে। একটু বিশ্রাম নিয়ে কাজটা করব। বুমেরাংয়ের শুটিং জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। তখন দেবচন্দ্রিমা কে নির্বাচন করা হয়. বিষয়টাকে যেন ভুল ভাবে উপস্থাপন করা না হয়। এটা ওর বড় পর্দায় প্রথম কাজ। আমার অনেক শুভেচ্ছা ওর জন্য। প্রথম কাজ সবাই ফ্রেশ মাইন্ডে শুরু করতে চায়।  দেবচন্দ্রিমাও যেন তা করতে পারে।’