• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফের বদলে গেল ‘মিঠাই’য়ের লুক! মিঠাইরানী সৌমিতৃষার নতুন ভোলবদল দেখে হতবাক নেটিজেনরা, রইল ছবি

Updated on:

Mithai actress Soumitrisha Kundu look gorgeous in her new photoshoot, see pics

‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের দৌলতে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। দর্শকদের একাংশের কাছে তাঁর পরিচিতি ‘মিঠাই’ হিসেবেই। গত দু’বছর ধরে দর্শকদের মনে রাজত্ব করছে এই সিরিয়াল। সময়ের সঙ্গে টিআরপি কিছুটা কমলেও সিরিয়ালের জনপ্রিয়তা কিন্তু বেড়েছে। এখনও পর্যন্ত টিআরপি তালিকায় সেরা দশের মধ্যে নিজের স্থান ধরে রেখেছে ‘মিঠাই’।

জি বাংলার পর্দার সম্প্রচারিত ‘মিঠাই’য়ের হাত ধরে রীতিমতো দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন সৌমিতৃষা। মিঠাই হিসেবে পরিচিতি হলেও, সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রীর জনপ্রিয়তা দেখার মতো। সৌমিতৃষার লাখ লাখ অনুরাগীরা তাঁর জীবনের প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য একেবারে মুখিয়ে থাকেন। সম্প্রতি যেমন পর্দার মিঠাইরানীর নতুন ভোলবদল (Soumitrisha Kundu new look) দেখে একেবারে চমকে গিয়েছেন প্রত্যেকে।

Soumitrisha Kundu new look

আসলে ‘মিঠাই’ সিরিয়ালের সৌজন্যে সৌমিতৃষা নামটা শুনলেই দর্শকদের চোখের সামনে প্রথমে মিঠাইরানীর কিংবা মিঠির লুকটাই ভেসে ওঠে। শাড়ি-ব্লাউজ অথবা চুড়িদারেই অভিনেত্রীকে দেখতে অভ্যস্ত হয়ে উঠেছেন প্রত্যেকে। কিন্তু এবার সকলের প্রিয় মিঠাই-ই ভোল বদলে একেবারে বোল্ড পোশাকে হাজির।

সম্প্রতি সৌমিতৃষা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেখানেই একেবারে নতুন লুকে দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রীর নতুন ছবি দেখে স্বাভাবিকভাবেই মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। তবে জানিয়ে রাখি, সিরিয়ালের নয়, বরং বাস্তব জীবনে একটি ফটোশ্যুটের জন্য এই নতুন লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।

Soumitrisha Kundu new look

সৌমিতৃষার শেয়ার করা সেই ছবিতে হালকা রঙের একটি লেহেঙ্গায় দেখা গিয়েছে তাঁকে। স্লিভলেস পোশাকে বেশ মোহময়ী দেখাচ্ছিল তাঁকে। নেটিজেনরা একের পর এক কমেন্ট করে সৌমিতৃষার এই লুকের প্রশংসা করছেন। শাড়ি-চুড়িদার ছেড়ে প্রিয় মিঠাইকে অন্য লুকে দেখে স্বাভাবিকভাবেই মুগ্ধ হয়ে গিয়েছেন তাঁরা।


প্রসঙ্গত, ‘মিঠাই’ ধারাবাহিকের নিরিখে বলা হলে, সিরিয়ালের এখন ধামাকেদার ট্র্যাক চলছে। মিঠি-ই মিঠাই কিনা সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। দর্শকরা এখনও মিঠাইয়ের মৃত্যুরহস্য সমাধান হওয়ার অপেক্ষাতেই রয়েছেন। এবার দেখা যাক, আসল রহস্য থেকে পর্দা কবে ওঠে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥