• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মোটেই ভালো যাচ্ছে না সময়, বিদায় বেলায় অসুস্থ ‘মিঠাই’! কষ্টের কথা জানালেন সৌমিতৃষা

Published on:

Mithai actress Soumitrisha Kundu opens up about back pain while long shooting

জি বাংলার ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। এই সিরিয়ালের হাত ধরে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। আদায় করে নিয়েছেন দর্শকদের ভালোবাসা। গত আড়াই বছরেরও বেশি সময় ধরে সম্প্রচারিত হওয়ার পর এবার শেষ হতে চলেছে এই সিরিয়াল। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বেশ মন খারাপ হয়ে গিয়েছে মিঠাইপ্রেমীদের।

সম্প্রতি আবার মনোহরার ভাঙার ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ‘সিধাই’য়ের বাড়ি ভেঙে যাওয়ায় দুঃখ পেয়েছে মিঠাইপ্রেমীরা। যদিও ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং কবে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে এবার শোনা গেল, সিরিয়াল শেষের আগে আচমকাই অসুস্থ (Unwell) হয়ে পড়েছেন পর্দার মিঠাইরানী।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu unwell, Soumitrisha Kundu back pain

মনের পাশাপাশি সৌমিতৃষার শরীরও বিশেষ ভালো নেই। তাঁর শরীর এতটাই খারাপ যে মনোহরা ছাড়ার দিন অর্থাৎ শনিবার দিন সন্ধ্যা ৬টার মধ্যে বাড়ি চলে গিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন তিনি।

সৌমিতৃষা বলেন, একটানা কয়েক ঘণ্টা ধরে দাঁড়িয়ে শ্যুটিং করার জন্যই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কী হয়েছে অভিনেত্রীর? এক নামী সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় ‘মিঠাই’ নায়িকা বলেন, ‘আমার ভীষণ ব্যাক পেইন হচ্ছে। এর মধ্যেই কষ্ট করে কাজ করে যাচ্ছি। নতুন সেটে এই ব্যথা নিয়েই সিঁড়ি ভাঙতে হচ্ছে আমায়। সেই জন্যেও ব্যথা কিছুটা বেড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখাব’।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu unwell, Soumitrisha Kundu back pain

গত আড়াই বছর ধরে টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে ‘মিঠাই’। সিদ্ধার্থ, মিঠাই সহ মনোহরার সকল সদস্যরা এখন দর্শকদের ঘরের সদস্য হয়ে গিয়েছে। তবে খুব শীঘ্রই তাঁরা বিদায় নিতে চলেছে। এই বিষয়ে কী বলছেন সৌমিতৃষা? তাঁর মন খারাপ হচ্ছে না?

জবাবে দর্শকদের প্রিয় মিঠাইরানী সাফ বলেন, ‘এমনটা তো হওয়ারই ছিল। অনেক দিন আগে থেকেই শেষ হওয়ার কথা ছিল মিঠাই। তবে তা সত্ত্বেও নানান কারণে সময়সীমা অনেকটাই বেড়েছে। তবে মনে মনে এই বিষয়ে একটা প্রস্তুতি নেওয়া ছিলই’। তবে সিরিয়াল শেষ হচ্ছে বলে নায়িকার যে মন খারাপ তা কিন্তু জানাতে ভোলেননি সৌমিতৃষা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥