
গতকাল রাজ্যজুড়ে সবাই যখন জামাইষষ্ঠী উদযাপনে ব্যস্ত ছিলেন অন্যদিকে ঠিক তখনই জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘মিঠাই’য়ের (Mithai) সেটে একের পরে কেক কেটে উদযাপন চলছিল সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) জন্মদিনের। আগেরদিন মাঝরাত থেকেই প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা।
এরই মাঝে কার্যত বোমা ফাটিয়ে আদৃতের সাথে চর্চিত প্রেমের জল্পনায় একপ্রকার সিলমোহর দিয়েছেন সিরিয়ালের দিদিয়া অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। প্রসঙ্গত জন্মদিনের আগেই মাঝরাতে বাবা মা ছাড়া হাতে গোনা দু তিন জনের সাথেই কেক কেটে জন্মদিন সেলিব্রেট করেছিলেন আদৃত। সেই হাতে-গোনা মানুষদের মধ্যেই অন্যতম ছিলেন আদৃতের ‘বেস্ট ফ্রেন্ড’ কৌশাম্বী।
এক গাল দাড়ি নিয়ে বার্থডে বয় আদৃতের একপাশে মা আর একপাশে বেস্ট ফ্রেন্ড কৌশাম্বী। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে কৌশাম্বী লিখেছিলেন ‘যারা তোমায় চেনে না “ঠিক”, তাদেরও যেনো ভালো হয়। শুভ জন্মদিন আদৃত রায়। অনেক পথ চলা বাকি।’
তবে এসেওবের মাঝেই যে বিষয়টি নজর কেড়েছে সবার তা হল সিরিয়ালের নায়িকা মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) কিন্তু গোটা দিনে একটাও শুভেচ্ছা বার্তা জানাননি পর্দার উচ্ছে বাবু অভিনেতাআদৃত রায়কে। যদিও গোটা দিনটাই কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাকটিভ ছিলেন। শুধু তাই নয় সন্ধ্যাবেলায় পুরো মিঠাইয়ের টিম হাজির ছিল আদৃতের বার্থডে পার্টিতে।
সেখানেও দেখা মেলেনি মিঠাই রানীর। যদিও এই পার্টিতে হাজির ছিলেন মিঠাইয়ের মোদক পরিবারের নতুন-পুরনো প্রায় সমস্ত সদস্যরাই।যার মধ্যে অন্যতম ছিলেন দাদাই ঠাম্মি তো বটেই সেই সাথে হাজির ছিলেন সিদ্ধার্থের নতুন মা অর্থাৎ অনুরাধা ম্যাম চরিত্রের অভিনেত্রী বিদীপ্তা রায় পর্দার সমরেশ,পিসি কিম্বা পুরনো স্যান্ডি চরিত্রের অভিনেতা বিশ্ব বসু বিশ্বাসও।
View this post on Instagram
হাজির ছিলেন পার্শ্ব চরিত্রের অভিনেত্রী ধারা, সৌমি কিম্বা মিঠির বর অরিন্দ্রসহ মিঠির প্রাক্তন প্রেমিক চরিত্রের অভিনেতাও। কিন্তু এ দিনের এই চাঁদের হাটেও সকলের চোখ যেন খুঁজছিল মিঠাইরানী কে। কিন্তু দেখা মেলেনি তাঁর। বরং এদিন বার্থডে বয়ের পাশে সারাক্ষণ দেখা মিলল তাঁর চর্চিত প্রেমিকা অর্থাৎ দিদিয়া অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর। এদিন কৌশাম্বী পরেছিলেন কালো রংয়ের পোশাক আর আদৃত ঝলমল করছিল সাদা শার্ট আর নীল ডেনিম জিন্সে।