• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপে লক্ষী গুণে সরস্বতী, ‘মিঠাই’ সৌমিতৃষার পুজোর ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে অভিনয় করে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। এত কম বয়সে মিঠাই এবং মিঠি- দ্বৈত চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। ‘উচ্ছেবাবু’ আদৃতের সঙ্গে তাঁর রসায়নও দারুণ পছন্দ দর্শকদের। ‘মিঠাই’য়ে দারুণ অভিনয় করে প্রচুর পুরস্কার পেয়েছেন সৌমিতৃষা, আদায় করে ‘সেরা অভিনেত্রী’ তকমা।

পর্দার মিঠাইরানী এমন একজন অভিনেত্রী যিনি কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সৌজন্যেও একাধিকবার শিরোনামে উঠে এসেছেন। সৌমিতৃষার অনুরাগীরা জানেন, তিনি প্রচণ্ডভাবে কৃষ্ণ (Krishna) ঠাকুরকে মানেন। পর্দার মতোই বাস্তবেও কৃষ্ণ প্রেমে পাগল পর্দার মিঠাই। সম্প্রতি যেমন নিজের জন্মদিনে মা-বাবার সঙ্গে বৃন্দাবন (Vrindavan) চলে গিয়েছিলেন তিনি।

   

Soumitrisha Kundu, Soumitrisha Kundu in Vrindavan

বিনোদন দুনিয়ার অন্যান্য মানুষরা যেখানে বন্ধুবান্ধবদের সঙ্গে উদ্দাম পার্টি করে জন্মদিন (Birthday) পালন করেন, সেখানে শ্রীকৃষ্ণের চরণে গোটা দিন কাটিয়েছেন সৌমিতৃষা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে কখনও গোমাতাদের সেবা করছেন তিনি, কখনও আবার মা-বাবার সঙ্গে বেরিয়ে পড়েছে মন্দির দর্শনে।

দোলের দিন আরও একটি কাণ্ড ঘটিয়েছেন সৌমিতৃষা, যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন প্রত্যেকে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মহিলা পুরোহিতের বেশে রয়েছেন তিনি। যজ্ঞ হচ্ছে, উলু দিয়ে পাকা পুরোহিতের মতো পুজো (Puja) দিচ্ছেন তিনি।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu doing Narayan Puja, Soumitrisha Kundu Narayan Puja, Soumitrisha Kundu doing Puja

সৌমিতৃষার পরনে ছিল লাল রঙের একটি কুর্তি। যেহেতু পুজো দিচ্ছিলেন, সেই জন্য বিনা মেক আপেই ছিলেন তিনি। পর্দার মিঠাই নিজেই সেই ভিডিও প্রথমে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। অল্প সময়ের মধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)


আসলে দোল পূর্ণিমার দিন সৌমিতৃষার বাড়িতে নারায়ণ পুজো হয়েছে। আর সেই পুজো করেছেন অভিনেত্রী নিজে। তাঁর সেই ভিডিও দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন প্রত্যেকে। নেটিজেনদের একাংশের বক্তব্য, সৌমিতৃষা প্রমাণ করে দিলেন ‘যে রাঁধে সে চুলও বাঁধে!’

site