• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লকডাউনে বাড়িতে সাইকেল চালাতে গিয়ে ধপাস মিঠাই! মজার ভিডিও ভাইরাল নেটপাড়ায়

Updated on:

Mithai actress Soumitrisha Kundu Cycling Viral Video,মিঠাই,বাংলা সিরিয়াল,Mithai,Bengali Serial

বর্তমানে বাংলা সিরিয়ালের জগতে সবচাইতে জনপ্রিয় সিরিয়াল বলতে যে মিঠাই (Mithai) সেটা আর বলার অপেক্ষা রাখে না। সিরিয়ালের জনপ্রিয়তা যে সব থেকে বেশ সেটা টিআরপি তালিকা দেখলেই প্রমাণ মেলে। প্রতি সপ্তাহেই ছক্কা হাঁকাচ্ছে মিঠাই। সত্যি বলতে কি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) দুর্দান্ত অভিনয় যেন মন্ত্রমুগ্ধ করেছে বাঙালি দর্শকদের। সিরিয়ালে মিষ্টি বিক্রেতা মিঠাইয়ের বিয়ে হয়েছে মোদক পরিবারের উচ্ছেবাবু থুড়ি সিদ্ধার্থর সাথে।

মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইদানিং বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নানান ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। যা বিশাল ফ্যান ফলোয়িং হবার দরুন মুহূর্তেই মধ্যেই ভাইরাল হয়ে পরে।

Mithai actress Soumitrisha Kundu Cycling Viral Video,মিঠাই,বাংলা সিরিয়াল,Mithai,Bengali Serial

সম্প্রতি অভিনেত্রী সৌমিতৃষার একটি ফ্যানপেজের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেটি নেটমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটিতে সাইকেল চালাতে দেখতে পাওয়া যাচ্ছে মিঠাইকে। যদিও মিঠাইয়ের সাইকেল চালানো দেখে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আশেপাশের লোকেদের। বড় সাইকেল চালাতে গিয়ে রীতিমত ধপাস করে পড়তে পড়তে বেঁচেছে মিঠাই। যদিও সাইকেল চালানোর সময় মিঠাইকে পিছন থেকে ধরেছিল একজন।

Mithai actress Soumitrisha Kundu Cycling Viral Video,মিঠাই,বাংলা সিরিয়াল,Mithai,Bengali Serial

এরপর বড় সাইকেল ছেড়ে শেষমেশ বাচ্চাদের ছোট্ট সাইকেলেই চেপেছে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা। বাচ্চাদের চালানোর জন্য যে ছোট সাইকেল গুলি পাওয়া যায় যাতে বাচ্চারা যাতে পড়ে না যায় তার জন্য সাপোর্টিং চাকা থাকে সেই ধরণের একটি নীল সাইকেলেই চেপে বসেছে মিঠাই।

 

View this post on Instagram

 

A post shared by Mithai (@mithaifc)

সমগ্র ঘটনাটি ক্যামেরাবন্দি করে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। শেয়ার করার পরের মুহূর্ত থেকেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি। নিমেষের মধ্যেই হাজারো দর্শক হয়ে গিয়েছে ভিডিওটিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥