দেখতে দেখতে বয়সের খাতায় আরও একটা পাতা যোগ হল সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu)। দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘মিঠাই’ (Mithai) নামেই। আজ অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিন। তবে এই বছর জন্মদিনে (Soumitrisha Kundu birthday) শহরে নেই তিনি। চলে গিয়েছেন নিজের ‘মনের ডাক্তার’এর কাছে। যাকে প্রচণ্ড ভালোবাসেন তিনি। তাঁর সঙ্গেই এই বিশেষ দিনটি উদযাপন করছেন মিঠাইরানী।
ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই স্টুডিওয় অনুরাগীদের সঙ্গে আগাম জন্মদিন পালন করেছেন সৌমিতৃষা। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রিয় বন্ধু সায়কের সঙ্গে ‘প্রি বার্থ ডে’ সেলিব্রেশনের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই তাঁকে জন্মদিনের প্ল্যানিং এবং নিজের ‘মনের ডাক্তার’এর বিষয়েও খুল্লমখুল্লা কথা বলতে দেখা গিয়েছে।
মজার ছলে ‘মিঠাই’ শুরুতেই বলেন, ‘প্ল্যান তো বলব না। তবে এটা হতেই পারে যে আমি বিয়ে করে এলাম। এমনটা হতেই পারে আমি নিজের মনের ডাক্তারকে পেয়ে গেলাম, আর বিয়েও করে ফেললাম।’ বান্ধবীর মুখে বিয়ের কথা শুনে সায়ক তখন হাঁ হয়ে গিয়েছেন। ওদিকে মিঠাইরানী বলে চলেন, ‘আসলে আমার বিয়ে খাওয়া হচ্ছে ওঁর স্বপ্ন। আমি নিশ্চিত আমার সোশ্যাল ম্যারেজ হলে ও আমায় মন্ত্র পড়তে দেবে না। এসে বলবে শোন না, ফিস ফ্রাইটা ঠিক ভালো হয়নি। আমায় বলতে পারতিস, আমি ব্যবস্থা করে দিতাম’।
সৌমিতৃষার মুখে একথা শুনে সায়ক প্রশ্ন করেন, বিয়ে মানে কী? তোর কি বিয়ের জন্য দেখাশোনা চলছে? জবাবে একগাল হাসি নিয়ে অভিনেত্রী বলেন, ‘হতেই পারে আমি বিয়ে করে ফিরলাম। তবে এটুকু বলব, খুব কাছের একজনের কাছে যাচ্ছি। আমি যাকে প্রচণ্ড ভালোবাসি’। একথা শুনে ফের সায়ক প্রশ্ন করেন, ‘তুই কি প্রেমে পড়েছিস?’
জবাবে সৌমিতৃষা বলেন, ‘সে তো অনেকদিন আগেই প্রেমে পড়েছি। তবে সম্পর্কটা লং ডিসট্যান্স। অনেক জায়গায় সে থাকে। কলকাতাতেও তাঁর ঘর রয়েছে। তবে বেশি ওখানেই থাকে। তাঁর ছবিও সর্বত্র রয়েছে। সে হল সব কিছুদাক্তার…মনের ডাক্তার’।
পর্দার মিঠাইরানীর এই ‘মনের ডাক্তার’ কে জানেন? তিনি কোনও মানুষ নন, বরং তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সিরিয়ালের মতো বাস্তব জীবনেও শ্রীকৃষ্ণের পরম ভক্ত মিঠাইরানী। সেই জন্যই তো এই বছর জন্মদিনে ব্রজভূমিতে চলে গিয়েছেন তিনি। নিজের ‘মনের ডাক্তার’এর কাছে গিয়েই জন্মদিন পালন করছেন অভিনেত্রী।