সন্ধ্যে মানেই বাংলার ঘরে ঘরে একটাই আওয়াজ গুনগুনিয়ে ওঠে, ‘সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই’। আসলে এক বছরেরও বেশি আগে শুরু হয়েছিল মিঠাই (Mithai) সিরিয়াল। তবে আজও মিঠাইয়ের জনপ্রিয়তা একইরকম রয়ে গিয়েছে। সিদ্ধার্থ আর মিঠাইয়ের জুটি দেখার জন্য রীতিমত অপেক্ষায় থাকে গোটা বাংলা। গ্রামের সহজ সরল তবে দুস্টু মিঠাই এখন আগের থেকে অনেক পরিণত, বিজনেস থেকে বাড়ি এমনকি উচ্ছেবাবু সবই দিব্যি সামলে নিতে পারে।
রান্না থেকে ব্যবসা এমনকি রহস্যের সমাধান যে কোনো সমস্যাই নিমেষে সমাধান করে ফেলতে পারে মিঠাই। তবে এবার ধীরে ধীরে মডার্ন হচ্ছে সকলের প্রিয় মিঠাই রানী। বাড়ির বাকি সদস্য বিশেষত হল্লা পার্টি থুড়ি ননদদের পাল্লায় পড়ে আলাদাই মেকওভার দেখা গিয়েছে মিঠাইয়ের। সিরিয়ালে মিঠাই চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। আর মিঠাইয়ের দৌলতে তাঁর জনপ্রিয়তা বর্তমানে আকাশ ছোঁয়া।
সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় সৌমিতৃষা। লক্ষ লক্ষ ফ্যানস আছে তাঁর, তাদের উদ্দেশ্যে মাঝে মধ্যেই ছবি ও ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। অভিনেত্রী যাই শেয়ার করেন তাই চোখের পলকে ভাইরাল হয়ে পরে। মূলত শাড়ি পরেই দেখা যায় অভিনেত্রীকে। তবে মাঝে মধ্যে ওয়েস্টার্ন পোশাকে সৌমিতৃষার ছবি কিন্তু আলাদাই নজর কাড়ে।
বর্তমানে সিরিয়ালে গুলি লেগেছে মিঠাইয়ের। তাকে সেবা সুশ্রুষা করতে ব্যস্ত উচ্ছেবাবু। অন্যদিকে, ইনস্টাগ্রামে একেবারে লাস্যময়ী সুন্দরী রূপে দেখা মিলেছে সৌমিতৃষার। শাড়ি ছেড়ে ওয়েস্টার্ন ব্ল্যাক পোশাকে একেবারে মোহময়ী হয়ে গিয়েছেন অভিনেত্রী। সাথে আবার উঁচু হিল আর ম্যাচিং গয়না।
ইতিমধ্যেই ছবিতে ৩০ হাজারেও বেশি লাইক পরে গিয়েছে। সাথে নেটিজেনদের মন্তব্যে ভরে গিয়েছে ছবির কমেন্ট বক্স। কারোর মতে, ‘ব্ল্যাক এঞ্জেল’ তো কেউ লিখেছেন, ‘ব্ল্যাক কুইন’। অর্থাৎ মিঠাইয়ের এই ওয়েস্টার্ন লুক যে মন কেড়েছে নেটিজেনদের সেটা বোঝাই যাচ্ছে।
View this post on Instagram
তবে শুধু ছবি নয়, সাথে একটি ভিডিও শেয়ার করেছেন সৌমিতৃষা। ভিডিওতে একই কালো পোশাক পরে দেখা যাচ্ছে তাকে। খোলা চুলে মিঠাইয়ের এই মডার্ন লুকের পাশাপাশি ক্যাট ওয়াক করে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নতুন এই ভিডিওতে কয়েক ঘন্টার মধ্যেই দর্শকের সংখ্যা প্রায় ৫০ হাজার।