• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পার্লারে না গিয়েই নজরকাড়া সৌন্দর্য, উজ্জ্বল ত্বক ও লম্বা চুলের সিক্রেট শেয়ার করলেন সৌমিতৃষা

Published on:

Mithai actress Soumitrisha Kundu beauty secret hair care skin care and diet secrets revealed

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দারুণ জনপ্রিয় এক অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। জি বাংলার ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সুন্দরী এই অভিনেত্রীর রূপে বারবার মোহিত হয়েছেন অনুরাগীরা। পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল- মিঠাইরানীর সবকিছুই পছন্দ অনুরাগীদের। তবে সবচেয়ে বেশি তাঁর ঘন, কাল চুল (Hair) পছন্দ ভক্তদের। সম্প্রতি সেই সৌমিতৃষাই নিজের বিউটি সিক্রেট (Beauty Secret) সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন।

টেলিভিশনের হাত ধরে নিজের কেরিয়ার শুরু করার পর এখন টলিউডে (Tollywood) পা রাখতে চলেছেন সৌমিতৃষা। শীঘ্রই সুপারস্টার দেবের নায়িকা হিসেবে তাঁকে দেখতে চলেছেন দর্শকরা। অনেকেই ভাবেন, নায়িকা মানেই তিনি পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে নিজেদের সুন্দর করে তোলেন। কিছু ক্ষেত্রে এমনটা হলেও, সৌমিতৃষা কিন্তু বাড়িতেই নিজের ত্বক (Skin Care) এবং চুলের (Hair Care) যত্ন নেন।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu long hair, Soumitrisha Kundu beauty secret

সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে নিজের বিউটি সিক্রেট নিয়ে মুখ খোলেন সৌমিতৃষা। অভিনেত্রী জানান, তাঁর ঘন, কালো, লম্বা চুল দেখে অনেকেই ভাবতেন সেটি পরচুলা। এত সুন্দর চুলের যত্নে তিনি কিন্তু কোনও দামি দামি ট্রিটমেন্ট কিংবা দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেন না। বরং খুব সাধারণ একটি শ্যাম্পু ব্যবহার করেন।

আগে শ্যুটিংয়ের ব্যস্ততার কারণে চুলে তেল লাগাতে পারতেন না সৌমিতৃষা। তবে ‘মিঠাই’ শেষ হওয়ার পর এখন যেহেতু বাড়িতে রয়েছেন সেই জন্য মাথায় একটু তেল মালিশ করেন অভিনেত্রী। এত লম্বা, সুন্দর চুল হলেও আজ অবধি কেরাটিন ট্রিটমেন্ট বা কোনও কিছুই করাননি মিঠাইরানী। কারণ পার্লারে যেখানে রেখে মাথায় শ্যাম্পু করানো হয়, সেখানে মাথা রাখতে পারেন না অভিনেত্রী।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu long hair, Soumitrisha Kundu beauty secret

সৌমিতৃষার কথায়, স্বাস্থ্যসম্মত খাওয়াদাওয়া, জল ও ফল খাওয়া, সিগারেট, মদ এড়িয়ে চললে পার্লার যাওয়ার প্রয়োজন পড়ে না। তবে পর্দার মিঠাইরানীর এখন একটাই আক্ষেপ, তিনি বাড়ি বসে মোটা হচ্ছে যাচ্ছেন। ভোজনরসিক মানুষ তাই বাড়িতে থাকলে দিনে ৩-৪বার লস্যি, ডায়েট কোক, আইসক্রিম খেয়ে ওজন বেড়ে যাচ্ছে অভিনেত্রীর।

সেই সঙ্গেই সৌমিতৃষা এও জানান, জিমে গিয়ে শরীরচর্চা করা তাঁর একেবারেই পোষায় না। বরং কাজের মধ্যে থাকলেই তিনি সুস্থ থাকেন। মা-বাবা তাঁকে ফলের রস, ডাবের জল সহ নানান রকম পুষ্টিকর খাবারদাবার খাওয়াতে চাইলেও, ফাস্টফুড দেখলে নিজের লোভ সামলাতে পারছেন না অভিনেত্রী। যদিও নিজের লোভ সংবরণ করে স্বাস্থ্যকর খাওয়াদাওয়াই করতে চান বলে জানান মিঠাইরানী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥