‘সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই’, এই কথাটা একজন প্রতিটা বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এক কথায় বাংলার সেরা সিরিয়াল পরিণত হয়েছে মিঠাই (Mithai)। সিরিয়ালের মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) অভিনয় মন কেড়েছে সকলের। আর মিঠাই-সিদ্ধার্থের রোম্যান্স দেখার জন্য রীতিমত মরিয়া হয়ে উঠেছেন দর্শকেরাও। তবে এবার সেই দিন হয়তো আর বেশি দূরে নেই যেদিন রোমান্টিক দৃশ্যে দেখা যাবে প্রিয় জুটিকে।
বর্তমানে আগের থেকে অনেকটাই পাল্টে গিয়েছে উচ্ছেবাবু। মিঠাইকে রীতিমত চোখে হারায় এখন উচ্ছেবাবু। সরস্বতী পুজোয় ধরে বেঁধে মিঠাইয়ের ইংরেজি হাতেখড়ি করিয়ে দিয়েছে সে। এতদিনে বিয়ে, ভালোবাসা, এবং সম্পর্কের মতো বিষয়গুলোতে সিদ্ধার্থ বিশ্বাস করত না তাই নিজের অজান্তেই মিঠাইকে ভালোবেসে ফেলেছে। আর এবার মিঠাইকে নিয়ে ভ্যালেন্টাইন ডে স্পেশ্যাল পর্বের জন্য দার্জিলিংয়ে হাজির হয়েছে গোটা মোদক পরিবার।
ইতিমোধ্যেই এই বিশেষ পর্ব দেখানো হয়ে গিয়েছে টিভির পর্দায়। যেখানে চাবাগানে ঘেরা পাহাড়ের দাঁড়িয়ে মিঠাইয়ের গালে হাত রেখে সিদ্ধার্থ বলছে, ‘আই লাভ ইউ মিঠাই’। এরপর মিঠাইকে জাপটে ধরেছে সিদ্ধার্থ। সিরিয়ালের সেই প্রোমো ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে।
তবে এবার মিঠাই অভিনেত্রী সৌমিতৃষার ছবি দেখে ঘুম উড়তে বাধ্য উচ্ছেবাবুর। এমনিতে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় সৌমিতৃষা নিজের লক্ষাধিক অনুগামীদের জন্য প্রতিনিয়ত ছবি থেকে ভিডিও শেয়ার করেন। তবে এবার একেবারে আলাদা লুকে দেখা গেল অভিনেত্রীকে।
ইনস্টাগ্রামে শেয়ার করা নতুন ছবিতে বাথটবে শিফনের শাড়ি পরে শুয়ে থাকতে দেখা যাচ্ছে মিঠাইকে। আর বাথটবে চারিদিকে ছড়িয়ে রয়েছে গোলাপের পাপড়ি। এমন একখানা ছবি কি আর ভাইরাল না হয়ে থাকতে পারে! মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে ছবিটি। প্রিয় অভিনেত্রীর এই ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে মিঠাইভক্তরা। অনেকে এটাও বলেছে, এবার উচ্চাবাবু গেল!
প্রসঙ্গত, শুরু থেকেই টিআরপি লিস্টে ওপরের স্থানেই ছিল মিঠাই। এমনকি একটানা ৪৪ সপ্তাহ টিআরপি লিস্টে প্রথমস্থানে ছিল মিঠাই সিরিয়াল। তবে সম্প্রতি নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’ টেক্কা দিয়েছে মিঠাই সিরিয়ালকে। তাই অনেকের মতে জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে মিঠাই সিদ্ধার্থের এমন রোমান্টিক দৃশ্য দেখানো হচ্ছে সিরিয়ালে। এখন আগামী দিনেই দেখা যাবে এর ফলাফল কি হয়।