• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জয় গোপাল! জন্মাষ্টমীতেই সেরা উপহার পেল মিঠাইরানি, কানের চোট ভুলে ব্যস্ত ননিচোরের সেবায়   

Published on:

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,আহত,Injured,জন্মাষ্টমী,Janmasthami

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। এই সিরিয়ালের নায়িকা মিঠাই হলেও সে তার সমস্ত কাজই করে গোপালের ইশারাতে। গোপাল ছাড়া এক মুহূর্ত চলে না তার। সিরিয়ালের মিঠাই-এর মতোই বাস্তব জীবনেও ভীষণ গোপাল ভক্ত মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) নিজেও।বিগত দেড় বছরে যার একাধিক প্রমাণ পেয়েছেন দর্শক।

সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন টি আর পি বেরোনোর পর রেজাল্ট বেরোনোর পর স্ট্যাটাসে থ্যাঙ্ক ইউ গোপাল বলে লেখা তার এক প্রকার রোজকারের অভ্যাস। গোপালও তাকে নিরাশ করেননি। গোপালের জন্মদিনেও বাংলার সেরা সিরিয়াল হয়ে বেঙ্গল টপারের মুকুট নিজের দখলেই রেখেছে মিঠাই রানী। সবটাই গোপালের আশীর্বাদ।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,আহত,Injured,জন্মাষ্টমী,Janmasthami

আজ জন্মাষ্টমী (Janmasthami) বলে কথা। তাই গোপাল যেমন মিঠাই রানীকে নিরাশ করেননি, মিঠাই রানীও তেমনি গোপালের পছন্দের ননি দিয়ে তার জন্মদিন উদযাপন করলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন ‘ননি চোরের জন্য ননি’। গোপাল ভক্ত মিঠা রানী সেই ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত আজ তো জন্মাষ্টমী শুধু নয় লোকনাথ বাবারও জন্মদিন। তাই সোশ্যাল মিডিয়াতে লোকনাথ বাবা কেও পুজো করার ছবি দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে অবশ্য লিখেছেন ‘শুভ জন্মাষ্টমী’। যদিও জন্মাষ্টমীর আগের দিনটা একেবারেই ভালো ছিল না মিঠাই রানীর।কারণ জন্মাষ্টমীর আগের দিনে একেবারে রক্তারক্তি কান্ড ঘটে যায় মিঠাই রানী সাথে। কানে চোট (Injured) পান তিনি।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,আহত,Injured,জন্মাষ্টমী,Janmasthami

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা যায় তার দিয়ে কান দিয়ে রক্ত বার হচ্ছে। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন ‘কেয়ারলেস হলে যা হয়’ ।স্বাভাবিকভাবেই অভিনেত্রী কেন দিয়ে রক্ত বের হচ্ছে ছবি দেখে চিন্তায় পড়ে যান মিঠাই ভক্তরা। কি হয়েছে তা জানার জন্য একেবারে ব্যাকুল হয়ে পড়েছেন মিঠাই ভক্তরা।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,আহত,Injured,জন্মাষ্টমী,Janmasthami

তবে চিন্তার কিছু নেই। অনুরাগীদের আশ্বস্ত করেচেন অভিনেত্রী নিজেই। সংবাদমাধ্যমে অভিনেত্রী জানান কানের দুল খুলতে গিয়েই গত রাতেই ঘটে যায় বড়সড়ো বিপত্তি। ডাক্তারের থেকে পরামর্শ নিয়েই আজ থেকে অ্যান্টি-বায়োটিক খাওয়া শুরু করবেন সৌমিতৃষা। তবে যাই হয়ে যাক না কেন দ্য শো মাস্ট গো অন। তাই ব্যাথা নিয়েই আজই শুটিংয়ে এসেছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥