• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টেলি আকাদেমি অ্যাওয়ার্ডসে চাঁদের হাট! মুখ্যমন্ত্রীর হাতে পুরস্কৃত মিঠাই, সেরা সঞ্চালক সৌরভ

বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল। সারা দিনের কর্মব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেন জোগায় এই সিরিয়াল। তাই রীতিমতো স্ট্রেস বাস্টারের কাজ করে বিনোদন জগতের এই একাধিক মেগা ধারাবাহিক। তাই প্রতিদিন সন্ধ্যা হতেই পছন্দের সিরিয়াল দেখা দর্শকদের কাছে একপ্রকার রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে।

তাই দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররাই একসময় হয়ে ওঠেন দর্শকদের প্রিয় চরিত্র। তাই বাংলা টেলিভিশনের সঙ্গে যুক্ত শিল্পীদের সম্মান জানাতে, প্রতি বছরেই রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের (Department Of Information And Culture West Bengal) উদ্যোগে আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ডস (West Bengal Tele Academy Awards 2022)।

   

পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ড,West Bengal Tele Academy Awards 2022,মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,সৌমীতৃষা কুণ্ডু,Soumitrisha Kundu
গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ‘টেলি আকাদেমি অ্যাওয়ার্ড’। এদিনের অনুষ্ঠানে এককথায় বসেছিল চাঁদের হাট। ছোটপর্দার সকল অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সমস্ত কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছাড়াও এই অুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, রাজ চক্রবর্তী-সহ বহু বিখ্যাত ব্যক্তিত্ব।এদিনের অনুষ্ঠানে বাংলার প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee) বিশেষ শ্রদ্ধা জানিয়ে স্মরণ করা হয়। প্রসঙ্গত এদিনের এই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়ীত্বে ছিলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় ও ইন্দ্রাণী হালদার।

এদিনের অনুষ্ঠানে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেন ‘মিঠাই’-খ্যাত অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) । আর অভিনেতার পুরস্কার পান সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়। আর সেরা খলনায়িকার পুরস্কার পান ‘শ্রীময়ী’ ধারাবাহিকের জুন আন্টি অভিনেত্রী উষসী চক্রবর্তী। পাশাপাশি সেরা সঞ্চালকের পুরস্কার পেলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। আর সেরা কাহিনীকার পুরস্কার পান লীনা গঙ্গোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ড,West Bengal Tele Academy Awards 2022,মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,সৌমীতৃষা কুণ্ডু,Soumitrisha Kundu

এ দিন নিজের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোভিডের সময় মানুষ যখন একেবারে ঘরের মধ্যে আবদ্ধ ছিলেন, তখন তাঁদের বন্ধু এবং সাথী এই টেলিভিশনই ছিল। টেলিভিশন চ্যানেল যারা বিশেষত সিরিয়াল তৈরি করে, তাদের কোনও তুলনা হয় না। অনেকে আছেন বাড়িতে একা থাকেন, বা বাড়িতে যে কাজই থাকুক না কেন, রান্নাটা সময় মতো করে নেন যাতে ধারাবাহিকগুলো দেখা যায়। আমি নিজেও দেখি। রাতের দিকে যখন যতটা সময় পাই, সেই মতো দেখি।’