‘মিঠাই’ (Mithai) নামটাই যথেষ্ঠ। বাংলা সিরিয়ালপ্রেমী (Bangla Serial) দর্শকদের কাছে এই সিরিয়ালের সাথে নতুন করে পরিচয় করানোর প্রয়োজন পড়ে না। বিগত ২ বছরেরও বেশি সময় ধরে বাংলার ঘরে আট থেকে আশি সকলের কাছেই অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন মনোহরার মোদক পরিবারের সকল সদস্য। বিশেষ করে এই পরিবারের মিষ্টি বৌমা মিঠাই অন্ত প্রাণ দর্শকদের।
ধারাবাহিকের মিঠাই চরিত্রে অভিনয় করে অল্প দিনেই দর্শকদের মন জয় করে নিয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। সময়ের সাথে সাথে দিনে দিনে বেড়েই চলেছে অভিনেত্রীর ব্যাপক ফ্যান ফলোইং। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার অগণিত ভক্তদের হদিশ মেল। এমনিতেই অভিনেত্রী নিজেও সোশ্যাল মিডিয়ার দারুন অ্যাক্টিভ থাকেন।
মাঝে মধ্যেই নিজের জীবনের নানান টুকরো মুহূর্তের ছবি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে সবসময়ই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। এমনিতেই এই সিরিয়ালের সমস্ত কলা কুশলীদের মধ্যেই রয়েছে দারুন বন্ডিং। সে কথা এতদিনে জেনে গিয়েছেন দর্শকরাও। একসময় এমনই প্রাণের বন্ধু ছিলেন পর্দার মিঠাই রানী সৌমিতৃষা এবং নন্দা অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)।
মেকরুমে একসাথে আড্ডা দেওয়া থেকে শুটিং ফ্লোরে মাঝেমধ্যেই নানান মজার রীল ভিডিও-ও বানাতে দেখা জেট এই দুই বান্ধবীকে। কিন্তু হঠাৎই ছন্দপতন। কিছুদিন আগেই ধারাবাহিকের নন্দা অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষার সম্পর্কে ছড়িয়েছিল তিক্ততা। জানা গিয়েছিল ধারাবাহিকের প্রধান নায়ক আদৃত রায়ের সাথে সম্পর্কে জড়িয়েছেন তার পর্দার দিদিয়া অর্থাৎ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী।
যা নিয়ে এক সময় সোশ্যাল মিডিয়ায় রাতারাতি দু ভাগে ভাগ হয়ে গিয়েছিল এই সিরিয়ালের ভক্তরা। তবে এখন জানা যাচ্ছে সমস্ত ঝগড়া মিটিয়ে আবার আগের মতো বন্ধু হয়ে গিয়েছেন সৌমিতৃষা আর কৌশাম্বী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের একসাথে ডিনারে যাওয়ার বেশ কিছু ছবি। যা দেখে অনেকেই মনে করছেন তাদের সম্পর্ক আবার আগের মত হয়ে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি, ছবিগুলো পুরনো নাকি নতুন তোলা।