• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই ভক্তদের জন্য সুখবর! এবার সুপারস্টার দেবের হাত ধরে বড়পর্দায় পা রাখছেন সৌমিতৃষা

Published on:

Mithai actress Souitrisha with Dev

মনোহরার মিষ্টি মিঠাইরানীকে এক ডাকে চেনে গোটা বাংলা। জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মিঠাই’ (Mithai) এর হাত ধরেই বাংলা জোড়া খ্যাতি পেয়েছেন এই সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে এতদিনে সুপারস্টার হয়ে উঠেছেন মিঠাই। এই সিরিয়ালের হাত ধরে পাওয়া জনপ্রিয়তার ওপর ভর করেই সোশ্যাল মিডিয়াতেও দারুন ফ্যান ফলোইং রয়েছে অভিনেত্রীর।

প্রসঙ্গত সদ্য গিয়েছে সরস্বতী পুজো। যদিও এখনও রেশ কাটেনি তার। এই বিশেষ দিনে আর পাঁচটা বাঙালি মেয়ের মতোই সৌমিতৃষাও সেজেছিলেন হলুদ শাড়িতে। সরস্বতী পুজোর সকালে খোলা চুলে মিঠাইরানির পরনে ছিল হলুদ শাড়ি আর সবুজ ব্লাউজ. কপালে ছোট্ট টিপ, একহাতে ঘড়ি আর মানানসই কানের দুল। সবমিলিয়ে একেবারে একঘর লাগছিল অভিনেত্রীকে।

বাংলা সিনেমা,Bengali Serial,মিঠাই,Soumitrisha Kundu,সরস্বস্তী পুজো,Swarasati Pujo,দেব অধিকারী,Dev Adhikary,রোহন ভট্টাচার্য,Rohan Bhattacharya,বড়পর্দা,Big Screen,টলিউড,Tollywood

এমন সুন্দর সাজগোজ করে মা সরস্বতীর সামনে দাঁড়িয়ে কয়েকটি ছবি তুলেছিলেন অভিনেত্রী। যা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা মাত্রই তা ভাইরাল হয়ে যায় নিমেষের মধ্যে। এছাড়া এদিন আর একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে  সৌমিতৃষার  পাশেই ছোটপর্দার ভাসান বাপ্পি অর্থাৎ অভিনেতা রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya) ছাড়াও দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং টলিউড (Tollywood) সুপারস্টার দেব অধিকারী (Dev Adhikari)।

আর এই ছবি ভাইরাল হতেই তুমুল শোরগোল পরে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সকলেই জানেন অভিনয় জগতে নতুন প্রতিভাদের এখন বিরাট সুযোগ দিচ্ছে দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট। কিছুদিন আগেই প্রজাপতি সিনেমায় দেবের বিপরীতে নায়িকা হওয়ার সুযোগ পেয়েছিলেন ছোট পর্দার যমুনা ঢাকি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)।

বাংলা সিনেমা,Bengali Serial,মিঠাই,Soumitrisha Kundu,সরস্বস্তী পুজো,Swarasati Pujo,দেব অধিকারী,Dev Adhikary,রোহন ভট্টাচার্য,Rohan Bhattacharya,বড়পর্দা,Big Screen,টলিউড,Tollywood

আর এবার দেবের সাথে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষার ছবি দেখে কানাঘুষো শোনা যাচ্ছে এবার দেবের আসন্ন সিনেমায় অভিনয় করতে চলেছেন সৌমিতৃষাও। যদিও এখনো পর্যন্ত এই খবরের কোনো নিশ্চয়তা মেলেনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥