• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাঙা পায়ে গাঙ্গুবাঈয়ের গানে দুর্দান্ত নাচলেন মিঠাইয়ের নিপা! সাথ দিল তোর্সাও, ভাইরাল ভিডিও

ঐন্দ্রিলা সাহা,মিঠাই,পা ভাঙা,ঢোলিয়া,আলিয়া ভাট,Oindrila Saha,mithai,Dholia,viral video

বাংলা সিরিয়ালের জগতে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে মিঠাই (Mithai) সিরিয়াল। সিরিয়ালে দুষ্টু মিষ্টি মেয়ে মিঠাই এর সাথে একেবারেই বেরসিক সিদ্ধার্থের কাহিনী তুলে ধরা হয়েছে। বাঙালি দর্শকদের মিঠাইয়ের সিদ্ধার্থের এই জুটি দারুণ মনে ধরেছে তার জেরেই বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে জনপ্রিয়তার শিখরে রয়েছে মিঠাই সিরিয়াল। সিরিয়ালে মিঠাই ছাড়াও আরো দুই জনপ্রিয় চরিত্র হল শ্রীতমা ও নিপা। নিপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)।

সিরিয়াল মানেই সকলের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই কর্মব্যস্ত জীবন থেকে অবসর মিলতেই পছন্দের সিরিয়াল দেখতে বসে যান সকলে। আজকালকার ইঁদুর দৌড়ের ব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে এই সিরিয়াল গুলি। তাই টিভির পর্দায় প্রিয় এই চরিত্রদের না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের। আর দর্শকদের কাছে রোজকার অভ্যেস হয়ে উঠেছে ধারাবাহিকগুলি। পাশাপাশি নিজ গুণে ধারাবাহিকের চরিত্র গুলিও বেজায় জনপ্রিয়, তাদের ব্যক্তিগত জীবন নিয়েও রাশি রাশি জিজ্ঞাসা দর্শকদের।

ঐন্দ্রিলা সাহা,মিঠাই,পা ভাঙা,ঢোলিয়া,আলিয়া ভাট,Oindrila Saha,mithai,Dholia,viral video

আসলে নিপার টেলিভিশনের জগতে প্রবেশ জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) হাত ধরেই। খুব ছোট বেলাতেই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলেছিল ঐন্দ্রিলা। সেই থেকেই ইন্ডাস্ট্রিতে কাজের সূত্রপাত। তবে ছোট থেকেই অভিনয়ের পাশাপাশি নাচকেও ভীষণ ভালোবাসে সে।

ঐন্দ্রিলা সাহা,মিঠাই,পা ভাঙা,ঢোলিয়া,আলিয়া ভাট,Oindrila Saha,mithai,Dholia,viral video

কিন্তু দিন কয়েক আগে একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন নিপা অভিনেত্রী ঐন্দ্রিলা। আর তার জেরেই পায়ে বেজায় চোট ও পেয়েছিলেন অভিনেত্রী। এমনকি পা ভেঙেই গিয়েছিল। দুর্ঘটনার পর বেশ কিছুদিন একেবারে বেডরেস্টে ছিলেন অভিনেত্রী। সময় ঐন্দ্রিলার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন সহ -শিল্পী উদয় প্রতাপ সিং, আদৃত রায়, দিয়া মুখোপাধ্যায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Tonni Laha Roy (@roytonni)

এরপর শ্যুটিং এ ফিরেও সেটের মধ্যে হুইল চেয়ারেই চলাচল করেছেন ঐন্দ্রিলা। তবে এবার তা পা একটু সেরে উঠতেই ফের নেচে তাক লাগালেন নিপা। নতুন ছবি ‘গাঙ্গুবাঈ’ এর জনপ্রিয় গান ঢোলিয়াতেই ঠুমকা লাগিয়েছেন ঐন্দ্রিলা, তার সাথে সঙ্গ দিয়েছেন মিঠাই-য়ের তোর্সাও। আর সব মিলিয়ে তাদের এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥