• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নো মেক আপ লুকেই ঠিকরে বেরোচ্ছে রূপের ছটা! গানে গানেই আদৃতের জন্য প্রেম নিবেদন কৌশাম্বীর

Published on:

Mithai actress Kaushambi Chakraborty's sweet reel video goes viral

‘মিঠাই’ (Mithai) খ্যাত আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তীর (Adrit Roy & Kaushambi Chakrabbrty) প্রেম এখন ওপেন সিক্রেট। প্রসঙ্গত মিঠাই-যে সেট থেকেই সম্পর্কে জড়িয়েছিলেন এই জুটি। যদিও প্রথমদিকে তাদের সম্পর্কে থাকার বিষয়টি মানতেই রাজি ছিলেন না দর্শকদের একটা  বড় অংশ। তবে এখন একপ্রকার খুল্লামখুল্লাই একে অপরের সাথে প্রেম করছেন আদৃত-কৌশাম্বি।

প্রসঙ্গত মিঠাই শেষ হতেই এই চ্যানেলেরই নতুন সিরিয়াল ‘ফুলকি’র হাত ধরে কামব্যাক করেছেন কৌশাম্বি। এই ধারাবাহিকে নায়কের বৌদি পারমিতার চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যদিকে মিঠাই শেষের পর  একাধিক কাজের প্রস্তাব আসলেও এখনই নতুন কোনো প্রজেক্টে ফেরার সিদ্ধান্ত নেননি আদৃত। তবে অনুরাগীরা নিশ্চই লক্ষ্য করে থাকবেন আগের থেকে এখন একটু বেশিই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকছেন কৌশাম্বি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,দিদিয়া,Didiya,আদৃত রায়,Adrit Roy,কৌশাম্বি চক্রবর্তী,Kaushambi Chakraborty,ভাইরাল ভিডিও,Viral Video

আর এখন এই সোশ্যাল মিডিয়ার পাতাতেই মাঝেমধ্যে নিজের জীবনের নানান টুকরো মুহূর্তের আপডেট দিতে দেখা যায় তো কৌশাম্বীকে। দুদিন আগেই যেমন নিজের প্রিয় পোষ্যদের সঙ্গে একটি আদুরের ভিডিও শেয়ার করেছিলেন কৌশাম্বি। আর এদিন দেখা গেল বাংলাদেশের জনপ্রিয় গায়ক নাহিদের ট্রেন্ডিং গানের সাথে একটি মিষ্টি রীল ভিডিও শেয়ার করে নিয়েছেন নায়িকা।

‘তোমার পিছু ছাড়বো না’ গানের সাথে দুষ্টু মিষ্টি এক্সপ্রেশন দিয়ে একটি ভিডিওতে নো মেকআপ লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। এদিন তাঁর পরনে নীল সাদা স্ট্রাইপ করা ওয়ান পিস। সাথে মেসি হেয়ার লুক আর মুচকি হাসি এক আলাদা মাত্রা দিয়েছিল। এদিন কৌশাম্বীর এই ভিডিও দেখেই ঘায়েল নেটিজেনরা।

Kaushambi Chakraborty shares photo with Adrit on birthday

এদিন কোনো মেক আপ ছাড়াই অভিনেত্রীর মুখ দিয়ে ঝরে পড়ছিল রূপের ছটা। যা দেখে ফ্যানরা দাবি করেছিলেন আদৃতের প্রেমেই নাকি বেড়েছে রূপের জেল্লা। এই মিষ্টি ভিডিও দেখে ভালোবাসার ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর অনুরাগীরাও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,দিদিয়া,Didiya,আদৃত রায়,Adrit Roy,কৌশাম্বি চক্রবর্তী,Kaushambi Chakraborty,ভাইরাল ভিডিও,Viral Video

কেউ লিখেছেন দিদি ‘তোমার জুলিয়েট হাসি তো দিদিভাই’। আবার কেউ  গানের কথা তুলে বলেছেন ‘লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না’। আবার  অনেকেই বলেছেন এই ভাবেই গানে গানে প্রেমিক অদৃতের প্রতি নিজের ভালোবাসা উজার করে দিয়েছেন কৌশাম্বি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥