টেইবাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। কিছুদিন আগেই গড়ার ফ্লাট থেকে উদ্ধার হয়েছে জনপ্রিয় টেলি অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ। সেই মৃত্যুর কিনারা হওয়ার আগেই গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ হয়ে যায় অপর টেলি অভিনেত্রী বিদিশা দে মজুমদারের (Bidisha De Majumdar) আত্মহত্যার খবরে।
এরইমধ্যে আজ সকালে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য রক্ষা পান বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন টেলি অঅভিনেত্রী (Tv Actress) অনন্যা গুহ (Ananya Guha)। এদিন সকালে শুটিংয়ে যাওয়ার সময় মাঝপথে আচমকাই অনন্যার গাড়ির ওপর একটি গাছ এসে পড়ে। জানা যায় সেসময় গাড়িটি চলন্ত অবস্থায় ছিল। আর সেই চলন্ত গাড়ির ওপর সজোরে গাছ পড়ার সেই শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা।
গাড়ির দরজা খুলে তারাই প্রথমে টেনে বের করে আনেন অভিনেত্রী এবং তার বাবা কে। জানা গেছে বৌবাজার থেকে টলিগঞ্জের স্টুডিওপাড়ায় যাওয়ার পথে এসপি মুখার্জি রোডের উপর দিয়ে যাওয়ার সময়ই দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী এবং তাঁর বাবা। ঘটনার ভয়াবহতার দৃশ্যটি রাস্তার ওপর পড়ে থাকা অভিনেত্রীর দোমড়ানো মোচরানো কালো রঙের গাড়ি থেকেই স্পষ্ট।
দুর্ঘটনার জেরে সাময়িক শক পেয়েছিলেন অনন্যা।আতঙ্কের ছাপ স্পষ্ট অভিনেত্রীর চোখে মুখে। প্রসঙ্গত এদিন গাড়িটির ব্যপক ক্ষতি হলেও অভিনেত্রী এবং তার বাবা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এদিন নিয়ে আসা হয় গ্যাস কাটার। গাছটি কেটে সরিয়ে দেওয়া হয়েছে।
তবে আতঙ্ক কাটিয়ে ইতিমধ্যেই ধাতস্থ হয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই তার সুস্থতার খবর জানিয়ে লিখেছেন, ‘আমি এবং আমার বাবা একদম সুস্থ রয়েছি। কারুর কোনও চোটাঘাত লাগেনি। সকলকে ধন্যবাদ আমাদের কথা ভাববার জন্য। দয়া করে ভুয়ো খবর ছড়াবেন না। আমি একদম ঠিক আছি, এবং মিঠাই (Mithai) আর লক্ষ্মী কাকিমা সুপারস্টারের (Lokhikakima Superstar) শ্যুটিং করছি’।