• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লুকোচুরি শেষ! বাস্তবেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মিঠাই অভিনেতা, প্রকাশ্যে বিয়ের দিনক্ষণ

Published on:

Mithai Actor Uday Pratap Singh getting married probable date revealed

টেলিপাড়ায় আবারও বাজছে বিয়ের সানাই। রিল লাইফে নয় এবার রিয়েল লাইফেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের জনপ্রিয় এক অভিনেতা। তিনি হলেন মিঠাইরানীর নতুন জামাইবাবু রাতুল অর্থাৎ অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)।

প্রসঙ্গত জনপ্রিয় টেলি অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর (Anamika Chakraborty) সাথে উদয়ের সম্পর্কের কথা  কারও কাছেই। সুন্দরী এই অভিনেত্রীর সাথে সম্পর্ক নিয়ে কোনদিনই লুকোচাপা করেননি উদয়। তেমনি এবার সম্প্রতি এক সাক্ষাৎকারে অনামিকার সাথে বিয়ের খবরে শিলমোহর দিলেন খোদ অভিনেতা।

Anamika Chakraborty and Uday Pratap Singh

প্রসঙ্গত সিরিয়ালে অভিনয়ের সূত্রে ইতিপূর্বে একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন অনামিকা উদয় দুজনেই।  এবার পালা তাঁদের বাস্তব জীবনে সাত পাকে বাঁধা পড়ার। সম্প্রতি মিঠাই সিরিয়ালের নায়ক সিড অভিনেতা আদৃত রায়ের সাথে একটি খোলামেলা সাক্ষাৎকারে বসেছিলেন অভিনেতা। সেখানেই ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ উঠতেই নিজের মুখেই অনামিকার সাথে সেটল করার কথা জানান উদয়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,উদয় প্রতাপ সিং,Uday Pratap Singh,অনামিকা চক্রবর্তী,Anamika Chakraborty,বিয়ে,Marriage

আড়াই বছরের সম্পর্কটাকে এবার আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েই অভিনেতা বলেন ‘প্ল্যানিং চলছে, ইচ্ছা আছে এই বছরেই আমাদের সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাওয়ার’। উদয়ের কথায় সব ঠিক থাকলে এই বছরই অনামিকার সাথে বিয়ে করবেন তিনি। প্রসঙ্গত ইন্ডাস্ট্রিতে উচ্ছেবাবু অভিনেতা আদৃত রায়ের সাথে রাতুল অর্থাৎ উদয়ের দারুন বন্ডিং-এর কথা কম বেশি সকলেই জানেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,উদয় প্রতাপ সিং,Uday Pratap Singh,অনামিকা চক্রবর্তী,Anamika Chakraborty,বিয়ে,Marriage

ভালোবেসে তারা একে অপরকে ‘বাবা’ বলে ডাকেন। এদিন প্রিয় বন্ধু উদয়ের মুখে তাঁর বিয়ের কথা শুনে খুশিতে ডগমগ আদৃত আনন্দ চেপে রাখতে না পেরে বলেন ‘আমি দারুণ খুশি যে ওরা ফাইনালি একটা সিদ্ধান্ত নিয়েছে। আর উদয় সেটেল করার প্ল্যান করেছে মানে আমার একটা বড় ভূমিকা থাকছে সেখানে’।

এছাড়া এদিন বন্ধুর প্রেমিকা অনামিকা সম্পর্কে আদৃতকে বলতে শোনা গেল ‘অনামিকা আমাদের পরিবারের মতো। অনেক বছর ধরে ওদের সম্পর্ক। ওরা দুজনেই আমার খুবই কাছের। অনামিকা আশেপাশে থাকলে আমার খুব ভালো লাগে, ওকেও আমি খুব ভালোবাসি আর সম্মান করি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥