• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় বিচ্ছু হলেও বাস্তবে সিডের মতোই ট্যালেন্টেড! শাক্য মোদকের হিন্দি গান শুনে ফিদা ভক্তরা

Published on:

Mithai Serial Shakyo Singing Passuri song

বাংলার সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে  জি বাংলার ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তার কথা নতুন করে বলার অপেক্ষা রকে না। সোশ্যাল মিডিয়ার পাতায় সিরিয়ালের ফ্যান পেজ গুলোর দিকে তাকালেই আঁচ পাওয়া যায় সেকথার। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা জানেন মিঠাইরানির মৃত্যুর পর ধারাবাহিকে এসেছে বিরাট চমক।

ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন ধাপে ধাপে বেশ বড় হয়ে উঠেছে সিদ্ধার্থ (Sidhartha) মিঠাইয়ের একমাত্র ছেলে শাক্য (Shakyo)। সিরিয়ালে সিদ্ধার্থ মিঠাইয়ের ছেলে শাক্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় শিশু তারকা ধৃতিষ্মান  চক্রবর্তী (Dhritishman Chakraborty)। ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন মিঠাইরানির মতোই দুষ্টু বুদ্ধির কারখানা তার ছেলে শাক্য।

Shakyo is a son worthy of his mother Mithai

ছেলের  এই দুষ্টুমি কারণেই তাকে সারাক্ষণ করা শাসনের মধ্যে রাখে সিংহ মশাই  সিদ্ধার্থ। সিরিয়ালে সারাক্ষণ তার নির্ভেজাল দুষ্টমীর জেরে একেবারে নাজেহাল অবস্থা স্কুলের ম্যাডামদেরও। তাই স্কুল কর্তৃপক্ষ শাক্যকে আর স্কুলে রাখতে চায় না। কিন্তু শাক্যকে যাতে তার শৈশব থেকে বঞ্চিত না হতে হয় তাই তার সামনে ঢাল হয়ে দাঁড়াতে দেখা গেছে নতুন পার্টনার মিঠি (Mithi)-কে।

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,শাক্য,Shakyo,ধৃতিষ্মান  চক্রবর্তী,Dhritishman Chakraborty,মিঠি,Mithi,গানের ভিডিও,Music video,ভাইরাল ভিডিও,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media

এরইমধ্যে আজকের পর্বেই সিরিয়ালে দেখা গিয়েছে মিঠির কথামতোই স্কুলে দুর্দান্ত পারফর্ম করে সবাইকে একেবারে তাকে লাগিয়ে দিয়েছে শাক্য। এ তো গেল সিরিয়ালের কথা। তবে বাস্তব জীবনেও যে সিড মিঠাইয়ের এই অনস্ক্রিন ছেলে দারুন ট্যালেন্টেড সে কথা এতদিনে কমবেশি জেনে গিয়েছেন সকলেই।

আসলে পর্দার শাক্য হলো সেই খুদে শিল্পী যে এই বয়সেই গান গেয়ে ফেলেছেন পাঁচটি ভাষায়, পেয়েছেন ‘রাষ্ট্রীয় বাল পুরস্কার’।  এইটুকু বয়সেই পাঁচটি ভাষায় গান গেয়ে তিনি চমকে দিয়েছিলেন স্বয়ং  দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। তাই এইটুকু বয়স থেকেই সে রীতিমতো সোশ্যাল মিডিয়া স্টার। এই অল্প বয়সেই পাঁচটি ভাষায় গান গেয়ে ইতিমধ্যেই গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলেছেন ধৃতিষ্মান। মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গারের খ্যাতিও পেয়েছেন তিনি।

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,শাক্য,Shakyo,ধৃতিষ্মান  চক্রবর্তী,Dhritishman Chakraborty,মিঠি,Mithi,গানের ভিডিও,Music video,ভাইরাল ভিডিও,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media

প্রসঙ্গত খুব ছোট থেকেই গানের পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছে ধৃতিষ্মান। তাই মাঝেমধ্যেই নিজের পছন্দের গান গেয়ে ওঠেন এই খুদে শিল্পী। কিছুদিন আগেই অনস্ক্রিন বাবা সিদ্ধার্থের সাথে লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান গেয়েছিল শাক্য। আর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছোট্টো শাক্যর গলায় গাওয়া কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি ‘। এই ভিডিওর কমেন্ট সেকশনে ভালোবাসায় মুড়ে দিয়েছেন মিঠাই ভক্তরা। আবার অনেকে বলেছেন ‘সিড এতো ভালো গায় , ছেলে তো গাইবেই সুন্দর’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥