• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই জিনিয়াস মিঠাইপুত্র! অফস্ক্রিনে বাবার সাথে শাক্যর গানের ভিডিও দেখে মুগ্ধ দর্শকেরা

Published on:

Mithai Serial Shakya Actor DHRITISHMAN CHAKRABORTY singing with father video

বাংলা সিরিয়ালপ্রেমী  দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার ‘মিঠাই’ (Mithai)।  টিআরপি তালিকায় স্কোর কমলেও দর্শকমহলে আজও ফিকে হয়নি এই সিরিয়ালের জনপ্রিয়তা।  প্রায় দু’বছর হতে চলল টেলিভিশনের পর্দায় রামরমিয়ে চলছে এই সিরিয়াল। দীর্ঘদিনের এই পথ চলায় একের পর এক এসেছে নিত্যনতুন টুইস্ট।

সেই সাথে হাজির হয়েছে একের পর এক নতুন চরিত্র। এখনো পর্যন্ত যারাই এই মিঠাই সিরিয়ালে এন্ট্রি  নিয়েছেন তাদের সকলকেই দুহাত ভরে ভালোবাসা দিয়েছেন দর্শক। তা সে পজিটিভ হোক কিংবা নেগেটিভ উভয় চরিত্রদেরই সাদরে গ্রহণ করেছেন দর্শক। এই যেমন কিছুদিন আগেই মিঠাই রানী মৃত্যুর পর ধারাবাহিকে তাঁর ছেলে শাক্য(Shakyo) চরিত্রে এন্ট্রি হয়েছে জনপ্রিয় শিশু তারকা ধৃতিষ্মান  চক্রবর্তী (Dhritishman Chakraborty)-র।

Mithai actor Shkyo Modak music video goes viral

আসলে পর্দার শাক্য হলো সেই খুদে শিল্পী যে এই বয়সেই গান গেয়ে ফেলেছেন পাঁচটি ভাষায়, পেয়েছেন ‘রাষ্ট্রীয় বাল পুরস্কার’।  এইটুকু বয়সেই পাঁচটি ভাষায় গান গেয়ে তিনি চমকে দিয়েছিলেন স্বয়ং  দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। তাই এইটুকু বয়স থেকেই সে রীতিমতো সোশ্যাল মিডিয়া স্টার। এই অল্প বয়সেই পাঁচটি ভাষায় গান গেয়ে ইতিমধ্যেই গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলেছেন ধৃতিষ্মান। মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গারের খ্যাতিও পেয়েছেন তিনি।

মিঠাই,Mithai,শাক্য,Shakyo,ধৃতিষ্মান  চক্রবর্তী,Dhritishman Chakraborty,গায়ক,Singer,গানের ভিডিও,Music Video,Shakyo Singing offscreen,Dhristiman Chakraborty Singing

 

তাই ইতিমধ্যেই দর্শকরা জেনে গিয়েছেন অন স্ক্রিন বাবা সিদ্ধার্থের মতই বাস্তব জীবনেও গান গায় দারুন গানের গলা, পর্দার ছোট্ট শাক্য মোদকের। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই এই অন স্ক্রিন বাবা-ছেলের যুগলবন্দীও শুনে ফেলেছেন সকলেই। তবে এবার অন স্ক্রিন নয় অফস্ক্রিন  অর্থাৎ নিজের বাবার সাথে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাংলা সিরিয়ালের এই খুদে রকস্টার।

সম্প্রতি টলি টাইম নামে একটি চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছিল পর্দার শাক্য অর্থাৎ খুদে গায়ক (Singer) ধৃতিষ্মান চক্রবর্তী এবং তার বাবার গাওয়া একটি গানের ভিডিও। সেই ভিডিওতে তাদের আমির খানের জনপ্রিয় সিনেমার গান ‘পাপা কেহতে হে’ গানে গলা মেলাতে দেখা গিয়েছে। প্রকাশ্যে আসতেই সেই গানের ভিডিও (Music Video) ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥