• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই ম্যাজিক দিয়েই TRP বাড়ানোর তাল! পিলু ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন মিঠাইয়ের এই অভিনেতা

মেঘা দাঁ,পিলু,মিঠাই,সৌমিতৃষা কুন্ডু,ধ্রুব সরকার,megha dawn,Soumitrisha kundoo,Dhrubo sarkar

জি বাংলায় সাম্প্রতিককালে যেসব ধারাবাহিক গুলি শুরু হয়েছে তার মধ্যে অল্প দিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পিলু (Pilu)। গান এই ধারাবাহিকের মুখ্য বিষয়বস্তু, তাই হটকে কাহিনীর এই ধারাবাহিক মন ছুঁয়েছে দর্শকদের। তারকাখচিত এই সিরিয়ালে নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মেঘা দাঁ (Megha Dawn)। তার বীপরীতে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আহির চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)কে।

TRP তালিকাতেও বেশ শুরুর দিকেই থাকে এই ধারাবাহিক, তবে এবার আরও ধামাকা দিতে নতুন মোচড় আসছে ধারাবাহিকে। অন্যদিকে জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এতদিন হয়ে গেলেও জনপ্রিয়তায় বিন্দু মাত্র ভাটা পড়েনি মিঠাই সিডের ‘লভ ইস্টোরি’ তে। বরং দিনে দিনে ধারাবাহিকে নিত্য নতুন চমক এনে দর্শকদের জায়গা ছেড়ে উঠতে দিচ্ছেন না ধারাবাহিকের নির্মাতারা৷

মেঘা দাঁ,পিলু,মিঠাই,সৌমিতৃষা কুন্ডু,ধ্রুব সরকার,megha dawn,Soumitrisha kundoo,Dhrubo sarkar

এবার মিঠাইয়ের এই জনপ্রিয়তাই কাজে লাগানো হবে পিলুতেও৷ আর সিরিয়ালের দৌলতে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা (soumitrisha kundu) সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় থেকে সোম তোর্সা তারকা ধ্রুবজ্যোতি সরকার (Dhrubajyoti Sarkar) ও তন্বী লাহা রায় (Tonni Laha Roy) বেশ জনপ্রিয় হয়ে পড়েছেন।

Mithai Serial Soumitrisha Kundu Dhrubo Sarkar Tonnilaha Roy

এবার জানা যাচ্ছে, পিলুতে এন্ট্রি নেবেন মিঠাই ধারাবাহিকেরই জনপ্রিয় এক অভিনেতা। কী আঁচ করতে পারছেন সেটা কে হতে পারে? নাহ কৌতুহল আর বাড়াব না। জানিয়ে দিই, এবার পিলুতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে অভিনেতা ধ্রুব সরকারের। ইতিমধ্যেই মিঠাইতে সোম চরিত্রে অভিনয়ের জেরে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। হাজারো মহিলার চোখের ঘুম কাড়তে এবার পিলুতেও এন্ট্রি নিচ্ছেন তিনি। অনেকেই মনে করছেন, ধারাবাহিকে রঞ্জার নায়ক হিসেবে দেখা মিলবে তার। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ধ্রুব, কিন্তু ইতিমধ্যেই শ্যুটিং শুরু করেছেন বলে জানিয়েছেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥