
এতক্ষণে সারা রাজ্য হয়ে গিয়েছে টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) ব্রেন স্ট্রোক (Brain Stroke)-এ আক্রান্ত হওয়ার খবর। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে আপাতত ভেন্টিলেশনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী। ইতিমধ্যেই দু-দুবার মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন অভিনেত্রী। অসম্ভব মনের জোড় আর অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে ক্যান্সারের মতো মারণ রোগের সাথে লড়াই করে ফিরে এসেছেন তিনি।
তাই শুধুমাত্র ঐন্দ্রিলা শর্মা নামটাই অনেকের কাছেই অনুপ্রেরণার। এই মুহূর্তে তাঁকে ফিরিয়ে আনার আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রীর চিকিৎসকরাও। সেইসাথে রাজ্যজুড়ে চলছে অসংখ্য মানুষের প্রার্থনা। মেয়ের ব্রেন স্টকের পর ভেঙে পড়েছেন অভিনেত্রীর মাস শিখা শর্মা। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন মঙ্গলবার হঠাৎ করেই অসুস্থ বোধ করেন অভিনেত্রী। প্রথমে ডান হাত অসাড় হয়ে গিয়েছিল ঐন্দ্রিলার।তারপরেই দেখা যায় ডান পাও নাড়াতে পারছেন না তিনি। এই ঘটনার ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই গোটা শরীরটাই আসার হয়ে যায় অভিনেত্রীর। সেইসাথে শুরু হয় বমি।
এরপরেই তড়িঘড়ি ঐন্দ্রিলাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান ততক্ষণে অভিনেত্রীর মস্তিষ্কে শুরু হয়ে গিয়েছে রক্তক্ষরণ।তাই হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে ঢোকানো হয় অপারেশন থিয়েটারে। ঐদিন রাতেই ক্রেনিওটমি অস্ত্রোপচার হয় ঐন্দ্রিলার। সেই অপারেশনের পরেই কোমা চলে গিয়েছিলেন ঐন্দ্রিলা। তবে এত কঠিন পরিস্থিতির মধ্যেও আশার খবর এই যে চিকিৎসকরা জানিয়েছেন ২৪ ঘন্টার মধ্যেই অর্থাৎ বুধবার রাতেই কোমা থেকে ফিরে এসেছেন অভিনেত্রী। চোখ মেলে তাকিয়েছেন তিনি। নাড়তে পেরেছেন একটা হাত।
তাই এখন ঐন্দ্রিলার অবস্থা আশঙ্কাজনক হলেও এখন তিনি কোমা থেকে ফিরে এসেছেন। শয্যাশায়ী ঐন্দ্রিলাকে এই অবস্থায় দেখে পাগলের মতো অবস্থা হয়েছে তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury)। এই কঠিন পরিস্থিতিতে ঐন্দ্রিলা এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি তো বটেই সেইসাথে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। ইতিমধ্যেই অভিনেত্রীর তাড়াতাড়ি সেরে ওঠার বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তার অসংখ্য অনুরাগী তো বটেই তালিকায় রয়েছেন অনান্য সহ অভিনেতা অভিনেত্রীরাও।
গতকালই ঐন্দ্রিলার আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন মিঠাই সিরিয়ালের সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। আসলে অনেকেই হয়তো জানেন না একসময় আদৃত ছিলেন ঐন্দ্রিলার সহ অভিনেতা। একটি টেলি ফিল্মে একসাথে কাজ করেছিলেন তারা। তাই সহ অভিনেত্রীর এমন অবস্থার কথা শুনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন আদৃত।
এদিন সব্যসাচীর সাথে ঐন্দ্রিলার হাসিমুখের একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছিলেন ‘ঐন্দ্রিলা তুমি আমার অন্যতম সেরা সহ অভিনেত্রী। আমি ভাগ্যবান যে তোমার মত প্রতিভাবান অভিনেত্রীর সাথে কাজ করার সুযোগ পেয়েছি। খুব তাড়াতাড়ি নিজের কাজে ফিরে এসো। সেই সাথে সব্যসাচীর উদ্দেশ্যে আদৃত লিখেছেন ‘সব্যসাচী শক্ত থেকো ভাই। তোমাকে দেখে সব সময় অনুপ্রাণিত হয়েছি। তোমাদের দুজনকেই অনেক ভালোবাসা’।