সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে বরাবরই বাংলার নাম্বার ওয়ান সিরিয়াল হল ‘মিঠাই’ (Mithai)। আর এই সিরিয়ালের নায়ক সিডি বয় তো দর্শকদের নয়নের মণি। এই সিরিয়ালের দৌলতেই ইদানীং আকাশছোঁয়া ফ্যান ফলোয়িং সিড অভিনেতা আদৃত রায়ের। দর্শকরা বিশেষ করে বাংলার তরুণীরা একেবারে পাগলের মতো ভালোবাসেন মিঠাইরানির উচ্ছবাবুকে। তাই এই মুহূর্তে রীতিমতো বাংলার অসংখ্য তরুণীদের বং ক্রাশ তিনি।
এতদিনে দর্শকরা সকলেই জানেন অভিনয়ের পাশাপাশি গানের গলাও দুর্দান্ত তাদের উচ্ছে বাবুর অর্থাৎ আদৃত রায়ের। বহুমুখী প্রতিভার অধিকারী এই হ্যান্ডসাম হাঙ্কের লাখো ভক্ত রয়েছে গোটা বাংলা জুড়ে। আজ অর্থাৎ ২৫ শে মে ৩০ বছরে পা রাখলেন আদৃত। তাই প্রত্যাশা মতো গতকাল মাঝরাত থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় উপচে পড়েছে অসংখ্য অনুরাগীদের ভালোবাসার বার্তা।
যাদের জন্য আজকে তার এই জনপ্রিয়তা, যাদের ভালোবাসায় তিনি বাংলার প্রতিটি ঘর থেকে আদর পাচ্ছেন তাদের উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে গতকাল আদৃত জানিয়েছেন,তার জন্মদিনের দিন অর্থাৎ আজ ভারতলক্ষী স্টুডিওর গেট খোলা থাকবে সর্বক্ষণের জন্য। সেখানে গেলেই দেখা মিলবে অভিনেতার। আর ভক্তদের দেওয়া কথা রেখেই আজকের এই বিশেষ দিনটি অনুরাগীদের সাথেই চুটিয়ে উপভোগ করছেন আদৃত।
View this post on Instagram
কেউ নিজের হাতে ঠাকুরের প্রসাদ খাওয়াচ্ছেন, ঠাকুরের তিলক পরাচ্ছেন, আবার কেউ পায়েস খাইয়ে দিচ্ছেন কেউ বা গোলাপ দিয়ে ভালোবাসা জানাচ্ছেন। সেইসাথে সবাই মিলে একসাথে হ্যাপি বার্থডে বলার পাশাপাশি উঠল মিঠাই খ্যাত জয় গোপাল ধ্বনি। পাশ থেকে আবার মশকরা করে সিডিবয় বলছেন উচ্ছে বাবু অপছন্দ করলেও আদৃত কিন্তু মিষ্টি পছন্দ করে। এদিন জি বাংলার স্টোরিতে এমনই কয়েকটি ছোট ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে প্রিয় তারকাকে সামনে থেকে দেখার সুযোগ তাও আবার তার জন্মদিনে হাতছাড়া করেনি কেউ। তাই সকলেই পৌঁছে গিয়েছেন মিঠাইরানির কার্তিক ঠাকুরের বার্থডে সেলিব্রিট করতে।
স্টুডিওর বাইরে দাঁড়িয়ে কড়া নিরাপত্তায় ঘিরে রাখা ফ্যান আর সিরিয়ালের সমস্ত কলাকুশলীদের একসাথে নিয়ে কেক কাটতে দেখা গিয়েছে সিডি বয় কে। সিরিয়ালের রাতুল অভিনেতা উদয় প্রতাপ সিংয়ের ফেসবুক পোস্টের সেই ভিডিও ভাইরাল হয়েছে নিমেষে। এদিন আদৃতের সাথে একটি ছবি দেওয়ার পাশাপাশি তার কেক কাটার ভিডিও আপলোড করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে একটি সুন্দর বার্তা দিয়ে উদয় লিখেছেন ‘বড় মানুষ সেই হয় যার সাথে চলে নিজেকে কখনও ছোটো মনে হয় না।’
এছাড়া এদিন সিরিয়ালের রাজীব, শ্রীতমা, নিপা সকলের পাশাপাশি শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন জি বাংলার চ্যানেল কর্তৃপক্ষ। দার্জিলিংয়ে হানিমুনে যাওয়া সিডিবয়ের একটি ছবি আপলোড করে ক্যাপশনে লেখা হয়েছে ‘তেতো হোক, কিংবা মিষ্টি আমরা তোমার সমস্ত ভার্সনকেই ভালোবাসি’।