বাঙালিদের সন্ধ্যে নামলে বিনোদনের রুটিনে যেটা চাই ই চাই সেটা হল মিঠাই (Mithai) সিরিয়াল। সিরিয়ালের মিঠাই-সিদ্ধার্থের জুটি বাকি সমস্ত জুটিদের হারিয়ে সেরার জায়গাটা দখল করেছেন অনেক আগেই। সেই থেকে এপর্যন্ত প্রথমস্থানেই রয়েছে মিঠাই সিরিয়াল। সিরিয়ালে মিঠাইয়ের সাথে ডিভোর্স হতে গিয়েও হয়নি, উল্টে আবারো বিয়ে হতে চলেছে মিঠাই সিদ্ধার্থের। এই দেখে মোদক পরিবারের সবাই এমনকি দর্শকেরাও বেজায় খুশি।
সিরিয়ালে অভিনয়ের দরুন সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) জনপ্রিয়তাও বর্তমানে আকাশ ছোয়া। মহিলাদের মধ্যে নতুন ক্রাশ বলতে গেলে আগেই আসে আদৃতের নাম। তবে এবার সেই সমস্ত ক্রাশ খাওয়া মেয়েদেড় মন ভেঙে দিলেন আদৃত। কেন? কারণ জল্পনা শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন অভিনেতা। হ্যাঁ ঠিকই দেখছেন, মিঠাই সিরিয়ালের সিদ্ধার্থ বাস্তবেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
আসলে নিজের ব্যক্তিগত জীবনটা খানিকটা লুকিয়েই রেখেছেন আদৃত। আর পাঁচটা সেলেব্রিটির মত খুল্লাম খুল্লা প্রেম করতে বা সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সক্রিয় হতে দেখা যায়নি তাকে। তবে বাস্তবে যে আদৃত প্রেম করেন এবার সেই খবর শোনা যাচ্ছে টলিপাড়ায় কান পাতলেই। তাও আবার হালকা প্রেম নয়, একেবারে পাকা প্রেমিক আদৃত।
যেমনটা জানা যাচ্ছে এক দশকেরও বেশি সময় ধরে প্রেম করছেন আদৃত। এবার সবার প্রশ্ন হল একটাই পাত্রীটি কে? কার সাথে এতদিন ধরে লুকিয়ে প্রেম করছিলেন আদৃত। ইতিমধ্যেই সেই পাত্রীর নামও জানা গিয়েছে, পাত্রীর নাম হল সুপ্রিয়া। মুম্বাইয়ের নামি আর্ট ডিরেক্টরের মেয়ে সুপ্রিয়া। তার সাথেই দীর্ঘদিনের প্রেম এবার বিয়েতে পরিণতি পেতে চলেছে।
এতো গেল পাত্রীর কথা, এবার আসা যাক বিয়ের দিনে। যেমনটা জানা যাচ্ছে আগামী নভেম্বর মাসেই নাকি বিয়ে করতে চলেছেন আদৃত-সুপ্রিয়া। অর্থাৎ আর মাত্র তিন মাসের মধ্যেই সিঙ্গেল থেকে ম্যারেড হয়ে যাবে আদৃত রায়। এই খবর প্রকাশ্যে আসতেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
প্রসঙ্গত, মিঠাই সিরিয়ালে চলছে মিঠাই-সিদ্ধার্থের ফুলশয্যার পালা। ইতিমধ্যেই চ্যানেলে সেই প্রোমো দেখানো হয়ে গিয়েছে। আজ ১৯শে জুলাইতেই হয়তো ফুলশয্যার সেই মজাদার দৃশ্য দেখানো হবে টিভির পর্দায়। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে সিরিয়ালের জন্য। সিরিয়ালের প্রতি দর্শকদের টান যে রয়েছে সেটা অবশ্য টিআরপি রিপোর্ট দেখলেই বেশ ভালো বোঝা যায়। শেষ রিপোর্টেও ১০.৯ পয়েন্টে প্রথমস্থানেই রয়েছে মিঠাই।