জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। এই সিরিয়ালে কাজ করে বাংলার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। দর্শকদের অনেকের কাছেই এখন তাঁর পরিচিতি সিদ্ধার্থ কিংবা উচ্ছাবাবু নামে। গত আড়াই বছর ধরে এই নামেই যে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।
তবে শোনা যাচ্ছে, শীঘ্রই ‘মিঠাই’য়ের পথচলায় ইতি পড়তে চলেছে। চলতি মাসেই নাকি সম্প্রচারিত হবে ধারাবাহিকের (Serial) শেষ এপিসোড। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে প্রত্যেক ‘মিঠাই’প্রেমী মন বেশ খারাপ হয়ে গিয়েছে। তবে এবার যে খবর শোনা যাচ্ছে, তাতে আবার তাঁদের মুখে হাসি ফিরে আসবে। কারণ জানা গিয়েছে, ‘মিঠাই’ শেষের আগেই নাকি নতুন ধারাবাহিকের কাজ শুরু করে দিয়েছেন আদৃত।
‘মিঠাই’য়ে অভিনয় করে ‘বং ক্রাশ’ তকমা আদায় করে নিয়েছেন আদৃত। শুধু নায়ক হিসেবেই নয়, শাক্য এবং মিষ্টির বাবা হিসেবেও দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই ‘মিঠাই’ শেষের পর তাঁকে পর্দায় দেখা যাবে না ভেবে অনেকেরই মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, জি বাংলারই আসন্ন একটি সিরিয়ালে নায়কের চরিত্রে দেখা যাবে আদৃতকে। ইতিমধ্যেই সেই সিরিয়ালের প্রোমোও প্রকাশ্যে এসে গিয়েছে।
সাম্প্রতিক অতীতে জি বাংলার পর্দায় একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। শীঘ্রই সেই তালিকায় নাম তুলতে চলেছে ‘ফুলকি’ (Fulki)। বক্সিংকে কেন্দ্র করে আবর্তিত হবে এই ধারাবাহিকের কাহিনী। এই সিরিয়ালেই নাকি নবাগতা অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে ‘মিঠাই’য়ের উচ্ছেবাবু আদৃতকে।
যদিও এই খবর চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়নি। বরং এটা আন্দাজ করছেন নেটিজেনরা। কারণ ‘ফুলকি’র প্রোমোয় নায়কের দেখা মেলেনি। সেই জন্যই তাঁদের অনুমান, আদৃতকে হয়তো ধারাবাহিকে দেখা যাবে। যদিও টেলিপাড়ার অন্দরের গুঞ্জন, এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোমরাজ মাইতিকে।
প্রসঙ্গত উল্লেখ্য, মাস খানেক ধরে ‘মিঠাই’ শেষের গুঞ্জন শোনা গেলেও এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি। বরং কয়েকদিন আগে আবার মিঠির মহাবিবাহ সপ্তাহের ধামাকা প্রোমো প্রকাশ্যে এসেছে। তাই অনেক ‘মিঠাই’প্রেমীর অনুমান, মোটেই শেষ হবে না তাঁদের প্রিয় সিরিয়াল এবং আদৃতকেও আরও অনেকটা সময় ‘উচ্ছেবাবু’ হিসেবেই দেখতে পাবেন তাঁরা।