জি বাংলার ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের দৌলতে এই নায়ক সিড অর্থাৎ সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়কে (Adrit Roy)কে চেনেন! এই বাংলার অসংখ্য তরুণীর বং ক্রাশ তিনি।নতুন বছরের শুরুতেই একটা বড়সড় ধাক্কা খেয়েছেন অভিনেতা। ১০ বছরের প্রেমিকা সুপ্রিয়া আচমকাই আদৃতকে ছেড়ে আংটি বদল সেরে ফেলেছেন। আচমকাই প্রিয় তারকার এই বিচ্ছেদের খবর জেনে মন ভেবেছিল আদৃত ভক্তদের।
প্রসঙ্গত মিঠাই সিরিয়ালের রাতুল অভিনেতা উদয়প্রতাপ আদৃতের খুব ভালো বন্ধু। তারই প্রেমিকা তথা অভিনেত্রী অনামিকা চক্রবর্তীই আদৃত আর সুপ্রিয়ার সম্পর্কের শিল্প মোহর দিয়ে ছবি শেয়ার করেছিলেন নেটপাড়ায়। পরবর্তীতে অনামিকাই ফের অন্য পুরুষের সাথে সুপ্রিয়ার আংটি বদলের ছবি শেয়ার করেছেন।
উল্লেখ্য সুপ্রিয়ার সাথে দীর্ঘ ১০ বছরের সম্পর্ক থাকলেও এবিষয়ে প্রকাশ্যে কোনদিন মুখ খোলেননি অভিনেতা। তবে সম্প্রতি সরস্বতী পুজোর সকালে নিজের ব্যক্তিগত জীবনের একাধিক প্রসঙ্গে মুখ খোলেন আদৃত। প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়ার নাম না করেই অভিনেতা বলেন “দুজনেরই ভাল থাকাটা জরুরি। দুটো মানুষ একে অপরকে ভাল বাসলেও হয়তো একসঙ্গে ভাল থাকতে পারে না। তাই আমরাও পারিনি। ও ভাল থাকুক।”
উল্লেখ্য এরইমধ্যে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ‘মিঠাই’ সিরিয়ালের সহ অভিনেত্রীর সাথে আদৃতের ঘনিষ্ঠতার কারণেই নাকি তাদের সম্পর্কের অবনতি হয়। এছাড়া এও শোনা যাচ্ছে সুপ্রিয়া নাকি মাঝে মধ্যেই মিঠাইয়ের সেটের চলে আসতেন। এসব একেবারেই পছন্দ করতেন আদৃত।
এছাড়া সম্প্রতি আদৃতের মিউজিক ব্যান্ডের কনসার্টে মিঠাই সিরিয়ালের গোটা টিম হাজির থাকলেও দেখা মেলেনি সুপ্রিয়ার। আর সম্প্রতি সূত্রের খবর আদৃতের সিরিয়ালের যে সহ অভিনেত্রীর প্রেমের গুঞ্জন তৈরি হয়েছে তিনি আর কেউ নন, কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। অর্থাৎ সিরিয়ালের আদৃতের পিসতুতো দিদি অর্থাৎ দিদিয়ার সাথেই বর্তমানে চুটিয়ে প্রেম করছেন বাংলার বংক্রাশ।