• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার ঘটনা সত্যি হল বাস্তবে! মিঠাইয়ের সেটে হাঁটু মুড়ে বসে, আদৃতকে গোলাপ দিলেন মহিলা ভক্ত

জি বাংলার ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় (Adrit Roy) বর্তমানে বাংলার অসংখ্য তরুণীর কাছে বং ক্রাশ। মিঠাইরানির এই কার্তিক ঠাকুর বলতে অজ্ঞান অসংখ্য অনুরাগী। তাই তার একঝলক দেখতে পাওয়াই অসংখ্য অনুরাগীর কাছে স্বপ্ন পূরণের সমান।

এমনিতে মিঠাই সিরিয়ালের স্টুডিওর বাইরে মাঝেমধ্যেই হাজির হন মিঠাইয়ের একাধিক অনুরাগীরা। এককথায় মিঠাই বলতে অজ্ঞান সকলে। তাই স্টুডিওর বাইরে থেকেই অনুরাগীরা মিঠাইরানি আর উচ্ছেদ বাবুর পাশাপাশি মোদক পরিবারের সকল সদস্যদের সাথেও দেখা করে ছবি তোলেন। সবাইকে উপহার দেওয়ার পাশাপাশি বেশ খানিকটা সময় তাদের সাথে কাটিয়ে আসেন।

   

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,আদৃত রায়,Adrit Roy
প্রসঙ্গত এখন সিরিয়ালে মিঠাই আর সিড একে অপরকে চোখে হারাচ্ছে। সুযোগ পেলেই মিঠাইরানির সাথে চুটিয়ে রোম্যান্স করছে সিড। উল্লেখ্য কিছুদিন আগেই সিরিয়ালে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মিঠাইরানিকে প্রপোজ করছে সিড। কিছুদিন আগেই মিঠাইতে দর্শকেরা দেখেছেন হাঁটু গেড়ে বসে উচ্ছেবাবুকে আই লাভ ইউ বলেছে মিঠাই।

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,আদৃত রায়,Adrit Roy
এবার সিরিয়ালের ঘটনাই সত্যি হল বাস্তবে। স্টুডিওর বাইরে সকলের সামনে হাঁটু মুড়ে বসে সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়কেই প্রেমের প্রস্তাব দিলেন তার এক মহিলা অনুরাগী। এদিন প্রথমবার আদৃত কে মিঠাইয়ের সেটে হাঁটু গেড়ে বসে গোলাপ দিলেন এক বিশেষ অনুরাগী পল্লবী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ছবি।

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,আদৃত রায়,Adrit Roy

 

উল্লেখ্য নতুন বছরের শুরুতেই একটা বড়সড় ধাক্কা খেয়েছেন অভিনেতা। ১০ বছরের প্রেমিকা সুপ্রিয়া আচমকাই আদৃতকে ছেড়ে আংটি বদল সেরে ফেলেছেন অন্য পুরুষের সাথে।এরপর মিঠাইয়ের দিরিয়া অভিনেত্রী কৌশাম্বীর সাথে সম্পর্কের জল্পনা উড়িয়ে আদৃত বলেছিলেন জানিয়েছিলেন তিনি এই মুহূর্তে সিঙ্গেল, অভিনয় এবং পছন্দের জায়গায় ঘুরে বেড়ানো এই নিয়ে বেশ ভালো আছেন তিনি। সম্প্রতি নিজের জন্য নতুন রয়্যার এনফিল্ড কিনেছেন অভিনেতা। শোরুম থেকেই সেটায় চড়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আদৃত।